পুবের কলম প্রতিবেদক: কয়েক’মাস আগে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ৯০০ গোলের রেকর্ড গড়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানিয়ে ছিলেন, তিনি এখনই থামতে চান না। আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান। স্বপ্ন বুনেছেন প্রথম ফুটবলার হিসেবে ১০০০ গোল করেই অবসর নেবেন তিনি। আবেগে ভেসে এমন কথা বলে দিলেও, ৩৯ বছর বয়সে একজন ফুটবলারের পক্ষে বাস্তবে কাজটি করা কতটা কঠিন, সেটা বোধহয় এতদিনে বুঝেছেন তিনি। আর সে কারণে এদিন হঠাৎ নিজের সুর কিছুটা হলেও পাল্টে ফেলেছেন সিআরসেভেন। পর্তুগাল ফুটবল ফেডারেশন থেকে দেওয়া মর্যাদাপূর্ণ পুরস্কার ‘দ্য প্লাটিনাম কুইনাস’ গ্রহণ করার পর সবাইকে অবাক করে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনাল্ডো বলেন, ‘১০০০ গোল করতে পারলে দারুণ হবে, তবে না পারলেও ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও তো হয়েছি।’
দীর্ঘ ২১ বছরের বেশি সময়ের পেশাদার কেরিয়ারে ১২৫০ ম্যাচ খেলেছেন রোনাল্ডো। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ ও গোলদাতাও ‘সিআর সেভেন’। পর্তুগালের হয়ে ২০০৩ সালে কেরিয়ার শুরু করা এই ফুটবল কিংবদন্তি ২১৬ ম্যাচ খেলে করেছেন ১৩৩ গোল। ২০১৬ ইউরো ও ২০১৯ নেশন্স লিগ জয়ী তারকার কথা শুনে এখন মনে হচ্ছে ১০০০ গোলের আগেই হয়তো থেমে যেতে পারে তার কেরিয়ার। পেশাদার ফুটবলে ইতিমধ্যে ৯০৮ গোল করে ফেলেছেন। ১০০০ গোলের মাইলফলক ছুঁতে তার এখনও প্রয়োজন ৯২টি গোল। এ দিকে আগামী ফেব্রুয়ারিতে ৪০-এ পা দেবেন এই সুপারস্টার। তাই অনন্য এই মাইলফলক ছুঁতে যতটা সময় প্রয়োজন, ততদিন পর্যন্ত তার শরীর সায় দেবে কিনা, তা নিয়ে সন্দিহান তিনি। এ ব্যাপারে রোনাল্ডো আরও বলেন, ‘এই মুহূর্ত নিয়েই বেঁচে আছি। আমি দীর্ঘমেয়াদি কোনো কিছু নিয়ে ভাবছি না। প্রকাশ্যে ১০০০ গোল করার কথা বলেছিলাম। এখনো মনে হচ্ছে সব কিছু সহজ। তবে জীবনের এই পর্যায়ে এসে দেখার বিষয়, আগামী কয়েক বছর আমার পা কীভাবে সাড়া দেয়।’