শুভেন্দুর কনভয়ে ধাক্কা লেগে মৃত ১ যুবক, গ্রেফতার চালক
ইমামা খাতুন
- আপডেট :
৫ মে ২০২৩, শুক্রবার
- / 12

পুবের কলম, ওয়েবডেস্ক: চণ্ডীপুর দুর্ঘটনা কাণ্ডে গ্রেফতার গাড়ির চালক। ধৃত চালকের নাম আনন্দ কুমার পান্ডা। ধৃতকে আজ আদালতে তুলবে পুলিশ বলেই খবর। চালককে গ্রেফতারের পাশাপাশি ঘাতক গাড়িটিকেও আটক করে থানায় আনা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যুর ঘটনায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর৷ অভিযোগ, বৃহস্পতিবার রাত দশটা নাগাদ দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের উপরে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় সাইকেল আরোহী এক যুবকের৷ যে গাড়িটি ওই যুবকের সাইকেলে ধাক্কা মারে। সেটি শুভেন্দু অধিকারীর কনভয়ে ছিল বলে অভিযোগ স্থানীয়দের৷ ঘটনার পর চণ্ডীপুরে রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে পথ অবরোধও করেন স্থানীয়রা৷
সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম শেখ ইসরাফিল। বয়স ৩৩। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভকারীদের দাবি, অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিল গাড়িটি। চন্ডীপুর পেট্রল পাম্পের কাছে রাস্তা পেরোচ্ছিলেন ওই যুবক। কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি দ্রুত গতিতে পালিয়ে যায়। তবে এনিয়ে শুভেন্দু অধিকারীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পুলিশ ইতিমধ্যে এনিয়ে তদন্তে নেমেছে।