পুবের কলম, ওয়েবডেস্কঃ পুরভোটের ঠিক আগে কলকাতা পার্ক স্ট্রিট থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে এক কোটি টাকা। পার্ক স্ট্রিটের অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলের সামনে থেকে ওই যুবককে নগদ এক কোটি টাকা সমেত গ্রেফতার করে এসটিএফ৷ পুলিশ জানিয়েছে ২৭ বছর বয়সী ওই যুবকের নাম প্রীতম পাল। মহেশতলার বাসিন্দা। এই টাকা নিয়ে সে কোথায় যাচ্ছিল, সেই সম্পর্কে কোনও ব্যাখ্যা দিতে পারেনি প্রীতম। কথায় অসঙ্গতি মেলায় তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে পার্ক স্ট্রিট থানায় নিয়ে গিয়ে জেরা করা হচ্ছে৷ ধৃতের কাছে অধিকাংশ ২০০০ টাকার নোট উদ্ধার করা হয়েছে৷ ৫০০ টাকার নোট মিলেছে কুড়িটি।
প্রীতমের কাছ থেকে পুলিশ জানার চেষ্টা করছে, এই মোটা অঙ্কের টাকা নিয়ে সে কোথায় যাচ্ছিল। কার নির্দেশে সে এই কাজ করেছে। ভোটে আগে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। সন্দেহভাজন কাউকে দেখলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।