জেনেভা, ১৩ ডিসেম্বর: সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে গত ২৭ নভেম্বর থেকে সংঘাত বাড়তে শুরু করে। ঘটনার পর থেকে এপর্যন্ত সিরিয়াজুড়ে আনুমানিক ১১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানাল রাষ্ট্রসংঘ। ইউএন-এর ত্রাণ এবং মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থা (ওসিএইচএ) সিরিয়া পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, সংঘাতের মুখে আলেপ্পো থেকে প্রায় ৬ লাখ ৪০ হাজার মানুষ, ইদলিব থেকে ৩ লাখ ৩৪ হাজার এবং হামা থেকে ১ লাখ ৩৬ হাজার মানুষ পালাতে বাধ্য হয়েছেন। সিরিয়ায় সদ্য বাস্তুচ্যুতদের বেশিরভাগই মহিলা ও শিশু।
Read More: সিরিয়াবাসীর ভবিষ্যতের হুমকি ইসরাইলঃ তুর্কি বিদেশমন্ত্রী
রাষ্ট্রসংঘের ওসিএইচএ সংস্থা জানিয়েছে, ৪ লাখের বেশি মানুষ এখন সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ২৪০টি সম্মিলিত আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। সেখানে তারা খাদ্য, চিকিৎসা এবং মানসিক সহায়তার মতো মানবিক সহায়তা পাচ্ছেন। সহিংসতা বৃদ্ধির শুরু থেকে আলেপ্পো, ইদলিব, হোমস এবং হামায় প্রায় ৭ লাখ মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে ওসিএইচএ।