নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর: ২০২৫-সালের অস্কারের লড়াইয়ে যাচ্ছে বলিউড সিনেমা ‘লাপাতা লেডিজ’। কিরণ রাও পরিচালিত, আমির খান, কিরণ রাও, জ্যোতি দেশপান্ডে প্রযোজিত এই সিনেমাকে ভারত থেকে সরকারিভাবে অস্কারের জন্য পাঠানো হচ্ছে। সিনেমায় গ্রামের খুব সরল সাধাসিধে পরিবারের জীবন চিত্র দেখানো হয়েছে। প্রত্যন্ত গ্রামে বিয়ের রীতি অনুযায়ী নব বিবাহিতা স্ত্রীকে প্রায় মাথা থেকে গলা পর্যন্ত ঘোমটা টেনে রাখতে হয়। সিনেমায় সেই ঘোমটার আড়ালেই ঘটে যায় যত বিপত্তি। নববিবাহিতা স্ত্রী অদলবদল হয়ে যায়। সেই সঙ্গে এই সিনেমায় প্রেমের সুন্দর সম্পর্ক থেকে লিঙ্গ সমতা নারী ক্ষমতায়নের কথা তুলে ধরা হয়েছে। সমস্ত কলাকুশীলব ছাড়াও পুলিশ আধিকারিক রবি কিষানের অভিনয় আলাদা করে নজর কেড়েছে।
অভিনয় করেছেন নীতাংশী গোয়েল, প্রতিভা রণতা, স্পর্শ শ্রীবাস্তব, রবি কিষান। অস্কারের লড়াইয়ে ছিল রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’, কার্তিক আরিয়ানের ‘চান্দু চ্যাম্পিয়ন’, প্রভাসের ‘কল্কি ২৮৯৮ এডি’, জাতীয় পুরস্কারপ্রাপ্ত মালায়ালাম ছবি ‘অট্টম’, রাজকুমার রাওয়ের ছবি ‘শ্রীকান্ত’, ভিকি কৌশলের ছবি ‘স্যাম বাহাদুর’। সব ছবিকে টেক্কা দিয়ে অস্কারের দৌড়ে এগিয়ে গেল ‘লাপাতা লেডিজ’।
সম্প্রতি কিরণ রাও একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, বহুদিনের স্বপ্ন তাঁর ছবি যেন ভারতকে আন্তর্জাতিক মঞ্চে খ্যাতি এনে দিতে পারে৷ দ্য ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া এই ছবিকেই সেরা ছবি হিসাবে অভিহিত করেছে৷ আমার ছবি লাপাতা লেডিজ যদি অস্কারে ভারতের তরফে অফিসিয়াল এন্ট্রি নেয় তাহলে স্বপ্ন পূরণ হবে৷ আশা করছি যাতে এমনটা হয়৷ আমি নিশ্চিত সেরা ছবিই ভারত থেকে অস্কার প্রতিযোগিতায় যাবে’। সোমবার কিরণের সেই স্বপ্ন পূরণ হল।
ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান জাহ্নু বড়ুয়া জানিয়েছেন, জুরিদের বিচারে ২০২৫ সালের অস্কারে সেরা বিভাগে ভারত থেকে যাচ্ছে ‘লাপাতা লেডিজ’। ১২টি হিন্দি চলচ্চিত্র, ৬টি তামিল, ৪ টি মালায়ালাম চলচ্চিত্রের সর্বভারতীয় মনোনয়ন থেকে নির্বাচিত হয়েছে লাপাতা লেডিজ।
বিপ্লব গোস্বামীর একটি পুরস্কার বিজয়ী গল্পের উপর ভিত্তি করে নির্মিত এই বলিউড সিনেমা। ছবিটি গত ১ মার্চ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বক্স অফিসে বিপুল পরিমাণ অর্থ উপার্জন না করা সত্ত্বেও, দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।