কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

হরিয়ানায় ইস্তেহার প্রকাশ কংগ্রেসের জয়ী হলেই মহিলাদের মাসে ২ হাজার টাকা

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্ক: হরিয়ানা বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী কংগ্রেস।  আসন্ন নির্বাচন সম্পর্কে তিনি বলেছেন, ‘হরিয়ানার জনগণ তাদের মনস্থির করেছে যে তারা কংগ্রেসকে ফিরিয়ে আনতে চলেছে।’ তিনি আরও বলেন, ‘বিজেপির অবস্থা এমন যে আমার তো সন্দেহ হচ্ছে তারা আদৌ ডবল ডিজিটে পৌঁছাতে পারবে কি না। আগামী ৪-৫ দিনের মধ্যে বিজেপিকে বড় ধরণের পরাজয়ের মুখে পড়তে হবে। বিজেপি সরকার দেশের সৈনিক, কৃষক ও কুস্তিগীরদের সঙ্গে যে ধরণের আচরণ করেছে, তার ফল বিজেপিকেই ভুগতে হবে।’

 হরিয়ানায় অক্টোবরেই অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। এই আবহে নির্বাচনী প্রস্তুতিও চলছে জোরকদমে। রাজনীতির ময়দানে কেউই কাউকে জায়গা ছাড়তে রাজি নয়। এর আগেও কংগ্রেস সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজেপির বিরুদ্ধে প্রচার চালাবার চেষ্টা করেছে।  শনিবার চণ্ডীগড়ে হরিয়ানা বিধানসভা নির্বাচন ২০২৪-এর জন্য কংগ্রেস তার ইশতেহার প্রকাশ করেছে।

কংগ্রেসের ৪০ পৃষ্ঠার ইশতেহারে, সাধারণ মানুষকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা এবং মহিলাদের প্রতি মাসে ২,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া সুতলেজ-যমুনা লিংক খাল থেকে জল নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর সাত দিন আগে দিল্লিতে কংগ্রেস হরিয়ানার মানুষের জন্য সাতটি গ্যারান্টি ঘোষণা করেছিল। সকল যুবকদের কর্মসংস্থানের জন্য মানসম্পন্ন শিক্ষা উন্নত স্বাস্থ্য সুবিধা, বিনামূল্যে চিকিৎসা, ২৫ লক্ষ টাকা পর্যন্ত মহিলাদের প্রতি মাসে ২০০০ টাকা সহায়তা, কৃষক কমিশন গঠন এবং ন্যূনতম সমর্থন মূল্য এর গ্যারান্টি নিশ্চিত করার কথা বলা হয়েছে এই ইস্তেহারে। পাশাপাশি সংখ্যালঘু কমিশন গঠন করার কথাও বলা হয়েছে এই ইশতেহারে।

হরিয়ানায় আবার ক্ষমতায় আসার জন্য সরকারি শূন্যপদে নিয়োগ শুরু করে বিজেপি সরকার। তারপরই ঝাড়ুদারের চাকরির জন্য আবেদন করেছেন হাজার হাজার স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত পড়ুয়ারা। এই বিষয়টিকে নিয়েও বিজেপির বিরুদ্ধে প্রচার চালাচ্ছে কংগ্রেস। লোকসভা ভোটে হরিয়ানায় ১০টা আসনের মধ্যে ৫টি আসনে জয় লাভ করেছে বিজেপি। তাই গুডবুকে নাম বজায় রাখার জন্য তড়িঘড়ি শূন্যপদের ঘোষণা করেছিল বিজেপি। কিন্তু, এই কৌশলের ফলে উল্টে বিজেপিকেই বিপাকে পরতে হয়েছে বলে মত বিশেষজ্ঞদের।