কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

হত্যার শামিল, বিনা চিকিৎসায় যুবকের মৃত্যু নিয়ে সরব অভিষেক

mtik
October 3, 2024 6:31 pm
Link Copied!

কিবরিয়া আনসারী: বিনা চিকিৎসায় বিক্রম ভট্টাচার্যের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তিনি আবেদন করেছেন, জুনিয়র চিকিৎসকরা যেন এমন পদ্ধতিতে আন্দোলন করেন যাতে, চিকিৎসা পরিষেবার মতো গুরুত্বপূর্ণ কাজে বিঘ্ন না ঘটে। এভাবে আর কারও প্রাণ যাতে না যায়। শুক্রবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে এই মর্মান্তিক ঘটনার কথা পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক লিখেছেন, বর্তমানে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলছে। তার জেরে প্রাণ গেল এক তরতাজা যুবকের। কোন্নগরের রোড অ্যাক্সিডেন্টের পর যার প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। কিন্তু আরজি কর হাসপাতালে আসার পরেও বিনা চিকিৎসায় তাঁর মৃত্যু হল। মায়ের কাছে এই মৃত্যু যন্ত্রনার। কোনও কিছুতেই তা পূরণ করা সম্ভব নয়।

প্রসঙ্গত, হুগলির কোন্নগরের যুবক বিক্রম ভট্টাচার্যের পায়ের উপর দিয়ে লরি চলে যায়। শ্রীরামপুরের একটি হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রেফার করা হয় আরজি কর হাসপাতালে। অভিযোগ, সকাল থেকে দুপুর পর্যন্ত এমার্জেন্সির সামনে রক্তাক্ত অবস্থায় কাতরাতে থাকলেও কোনও চিকিৎসক তাঁর চিকিৎসা করেননি। ফলে লাগাতার রক্তক্ষরণে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢোলে পড়েন ওই যুবক। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স বার্তায় লিখেছেন, এভাবে চোখের সামনে একজন রোগীকে মারা যেতে দেখেও তাঁর চিকিৎসা না করা কার্যত তাঁকে হত্যার শামিল। প্রতিবাদ চলুক। কিন্তু তা হোক গঠনমূলক। যেখানে সহমর্মিতা এবং মানবিকতা থাকবে। বিনা চিকিৎসায় কিংবা গাফিলতিতে যাতে আর একজনেরও মৃত্যু না হয় তা আমাদের প্রত্যেককেই নিশ্চিত করতে হবে।