পুবের কলম, ওয়েব ডেস্কঃ সপ্তাহের প্রথম কাজের দিনেই নবান্নে প্রশাসনিক
পর্যালোচনা বৈঠক। ৯ সেপ্টেম্বরের মুখ্যমন্ত্রীর ডাকা এই বৈঠকে
উপস্থিত রাজ্যের সব
দফতরের কর্তাদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নবান্নের পক্ষ
থেকে জারি করা বিজ্ঞপ্তি থেকে এই বৈঠকের কথা জানা যায়।
প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ৯ তারিখ বেলা ১টায় নবান্ন সভাঘরে পর্যালোচনা বৈঠক করবেন
মুখ্যমন্ত্রী। প্রত্যেক দফতরের মন্ত্রী, সচিবকে ওই বৈঠকে থাকতে বলা হয়েছে। থাকতে হবে ডিজি এবং
এডিজি পদমর্যাদার আধিকারিক এবং কলকাতার পুলিশ কমিশনারকে। এ ছাড়া, রাজ্যের বিভিন্ন দফতরের বিশেষ সচিব পদমর্যাদার আধিকারিকদেরও ওই বৈঠকে
থাকতে বলা হয়েছে। বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে নবান্নের
বিজ্ঞপ্তিতে। আর জি কর ইস্যুতে আন্দোলনের আবহে এই বৈঠক থেকে কী সিদ্ধান্ত হয় সেই দিকে
তাকিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে সংশ্লিষ্ট মহল।