কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনকে বাঁচাতে বসানো হবে তালগাছ

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,  কুলতলি: সারাবছরই
সুন্দরবনে কোনো না সময়ে ঘূর্ণিঝড় লেগেই থাকে।আর তাতে ক্ষতিগ্রস্থ হয় সুন্দরবন।আর
এবারে তাই ঘূর্ণিঝড়ের হাত থেকে সুন্দরবনকে বাঁচাতে ম্যানগ্রোভের পর এবার তালগাছ
লাগাবার উদ্যোগ নিলো কুলতলির বিধায়ক  গনেশ
চন্দ্র মন্ডল গ্রামবাসীদের সহায়তায়।

প্রতিবছর একবার দুবার ঝড়ের  তান্ডবে সব থেকে ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবনের
বহু গ্রাম। নদীর পাড়
, ঘরবাড়ি, ক্ষতি হয় বড়
বড় গাছও। সাম্প্রতিক কালে দেখা গেছে একমাত্র তালগাছ রক্ষা করেছে গ্রাম বাসীদের। ঝড়ের
গতিবেগের সামনে তাল গাছের অসীম ক্ষমতা। তালগাছ যেমন শক্ত হয়
, তেমন বহু কাজে
ব্যবহৃত হয়। কুলতলির বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডলের উদ্যোগে বিভিন্ন গ্রামের
মানুষকে একত্রিত করে সুন্দরবনের নয়টি অঞ্চলে নদীর পাড়ে তাল গাছের আটি লাগানোর
কাজ শুরু হয়েছে গত সপ্তাহ থেকে। ইতিমধ্যে দেড় লক্ষ তাল গাছের আঁটি পোতা হয়ে
গেছে।

এব্যাপারে কুলতলির বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল মঙ্গলবার বলেন, খুব শক্ত হয় তাল
গাছ।যখন ঝড় আসে সেই ঝড়কে প্রতিরোধ করতে পারে এই তালগাছ।

এই তালগাছ থেকে জ্বালানির পাশাপাশি তালগাছ থেকে পাওয়া যায়
তালের রস
,রস থেকে পাওয়া
যায় তালের গুড়
, পাটালি। আগামীদিনে
ধারাবাহিক ভাবে সুন্দরবনের বহু অঞ্চলে নদীর পাড় গুলোতে এই তালগাছ বসানো হবে।আর
বিধায়কের এই উদ্যোগে খুশি কুলতলি তথা সুন্দরবনের মানুষ।