কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

সুনামিতে ৯ দিন ধরে কেঁপেছে পুরো পৃথিবী!

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদন: উত্তর আমেরিকার গ্রিনল্যান্ডে গত বছরের সেপ্টেম্বর মাসে বড় ধরনের এক ভূমিধসের ঘটনা ঘটেছে এর ফলে সৃষ্ট বিশাল সুনামিতে টানা দিন ধরে কেঁপেছে গোটা পৃথিবী গবেষকরা বলছেন, ওই মাসে গ্রিনল্যান্ডে দশমিক কিলোমিটার উঁচু এক পর্বতচূড়া ধসে পড়ে এতে সেখানে সামুদ্রিক ঢেউ তৈরি হয় আর ঘটনায় গোটা পৃথিবীর ভূত্বকে সৃষ্টি হয় কম্পন এই গবেষণাটি করেছেন লন্ডনের বিজ্ঞানীরা গবেষণা অনুযায়ী, পর্বতের পাদদেশে হিমবাহ পাতলা হয়ে ওই বিরাট ভূমিধস হয় এর পেছনে কাজ করেছে জলবায়ুর পরিবর্তন গবেষণা প্রতিবেদনের রচয়িতা স্টিফেন হিকস বলেন, পূর্ব গ্রিনল্যান্ডের ডিকসন নামের খাঁড়িতে  ঘটনা ঘটেছে, যা একেবারে হতবাক করেছে বিজ্ঞানীদের ইউসিএল আর্থ সায়েন্সের এই অধ্যাপক আরও বলেন ঘটনায় প্রথমবারের মতো পানিপ্রবাহকে পৃথিবীর ভূত্বকের মধ্য দিয়ে চলা কম্পন হিসেবে রেকর্ড করা হয়েছে, যা ঘটেছে বিশ্বজুড়ে এবং কয়েক দিন ধরে এমনটা চলেছে স্টিফেন হিকস বলেন, ‘পৃথিবীর পৃষ্ঠে ঘটে চলা বিভিন্ন ঘটনা সিসমোমিটার রেকর্ড করতে পারে তবে এর আগে কখনও এত দীর্ঘস্থায়ী বিশ্বজুড়ে চলা ভূকম্পন তরঙ্গ রেকর্ড করা হয়নিস্টিফেন হিকস জানান, উষ্ণায়ন পৃথিবীর ওপর কীভাবে প্রভাব ফেলছে, এই ঘটনা আমাদের সেটিই দেখিয়েছে