রহমতুল্লাহ, সাগরদিঘী : সাগরদিঘীর কাবিলপুর কলোনি পাড়া গ্রামে প্রায় ৩০০ পরিবার বসবাস করে, সেই গ্রামের মূল রাস্তা নেই বললেই চলে। যার ফলে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। ওই এলাকার বাসিন্দা থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের।
কখনো মাঠের মধ্য দিয়ে বা কখনো আম বাগানের মধ্য দিয়ে এই যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। রাস্তার দাবিতে বারবার আন্দোলন করেন ওই এলাকার বাসিন্দারা, বেশ কয়েকদিন আগেই এলাকাবাসীর সহযোগিতায় সরকারিভাবে রাস্তায় বের করে দেওয়া হয়।
গ্রামবাসীরা চাঁদা তুলে সেই রাস্তায় ইট পাথর ফেলতে গেলে বাধার সম্মুখীন হয়, বৃহস্পতিবার সকালে কলোনিপাড়া এলাকার মানুষজন সহ স্কুল পড়ুয়াড়া পথ অবরোধ করে বিক্ষোভ দেখান, আর সেই বিক্ষোভ ঘিরে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা হাতাহাতি, ঘটনাস্থলে আহত হন দুই স্কুল পড়ুয়া ঘটনাস্থলে পৌঁছায় সাগরদিঘীর বিশাল পুলিশ বাহিনী, পরিস্থিতি সামাল দিতে দুজনকে আটক করেন।
এবং পুলিশ দাঁড়িয়ে থেকে পুরো বিষয়টি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় পূর্ত কর্মাধ্যক্ষ কেতাবুদ্দিন জানান কলোনি বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি তাদের মূল রাস্তা জন্য, এলাকাবাসীদের সহযোগিতা ছাড়া এই রাস্তার কোনমতেই করা করা সম্ভব নয় সুতরাং আমরা সুস্থভাবে বসে আলোচনা সাপেক্ষে এই রাস্তাটা সঠিক ভাবে মেপে রাস্তা তৈরির কাজ শুরু করব।