কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

সফল উৎক্ষেপণ, চার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ভারতের অগ্নি-৪

mtik
October 3, 2024 6:31 pm
Link Copied!

ভুবনেশ্বর, ৭ সেপ্টেম্বরঃ অগ্নি-৪ ব্যালেস্টিক মিসাইলেসফল উৎক্ষেপণ ভারতেরশুক্রবার ওড়িশার চাঁদিপুরের
ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে উৎক্ষেপণ করা হয় মিসাইলটি। সফল উৎক্ষেপণের পর
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে
, সব রকম
পরীক্ষায় সম্মানের সঙ্গে উত্তীর্ণ হয়েছে অগ্নি-৪।
দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির পথে আরও এক মাইল ফলক
বলেই মনে করা হচ্ছে।

 

সম্পূর্ণ দেশিয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক অগ্নি-৪ মারণাস্ত্রের
বিশেষত্ব হল
, এটি একটি মধ্যম পাল্লার, ভূমি থেকে ভূমি
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর রেঞ্জ বা পাল্লা হল ৪
,০০০ কিলোমিটার। অর্থাৎ, এটি ৪০০০ কিলোমিটার দূরের
লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। কাজেই
, ইসলামাবাদ হোক কিংবা বেজিং, ভারতে বসেই হামলা চালান
যাবে এই শহরগুলিতে। সেই সঙ্গে এটি পারমাণবিক ওয়ারহেড বহন করতেও সক্ষম।

 

মিসাইলের সফল উৎক্ষেপণের পর সোশাল মিডিয়ায়
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে
, ‘আজ
ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মধ্যম পাল্লার ব্যালিস্টিক
ক্ষেপণাস্ত্র অগ্নি-৪-এর সফল উৎক্ষেপণ করা হল। অত্যাধুনিক এই মিসাইলের কর্মক্ষমতা
ও প্রযুক্তিগত প্যারামিটারের পরীক্ষা সফল হয়েছে। স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের
অধীনে এই পরীক্ষা পরিচালিত হয়।