উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর:শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত দীর্ঘ প্রায় ১৪ ঘণ্টা তল্লাশি চালানোর পর জয়নগরের বহড়ু বাজারের এম আর ডিস্ট্রিবিউটর সুস্মিতা ঘোষ সেনের রেশন গোডাউন থেকে বেরিয়ে গেল ইডি র ছয় সদস্যের দল।
এদিন রাতে বেরিয়ে যাওয়ার সময় ইডি আধিকারিকদের হাতে ছিল সাদা কাপড়ে মোড়া বেশ কিছু নথিপত্র। শুক্রবার সকাল সাড়ে আটটার সময় ইডির ছয় সদস্যের আধিকারিকদের দল সুস্মিতা ঘোষ সেনের রেশন গোডাউনে হানা দেয়। তার কিছুক্ষণ পরে সেখান থেকে কয়েকশো মিটার দূরে ডিস্ট্রিবিউটরের সেন পাড়ার বাড়িতে হানা দিয়েছিল ইডি আধিকারিকরা। যদিও সেই সময় বাড়িতে ডিস্ট্রিবিউটার ও তার স্বামী কেউ উপস্থিত ছিলেন না। এদিন দুপুর দুটো নাগাদ এম আর ডিস্ট্রিবিউটার সুস্মিতা ঘোষ সেন ও তার স্বামী বরুণ ঘোষ অরফে বাবুয়া রেশন গোডাউনে আসেন। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই রেশন গোডাউনের কাজ কারবার বা ব্যবসা সমস্তটাই
সুস্মিতা ঘোষ সেনের স্বামী বরুণ ঘোষ অরফে বাবুয়া দেখাশোনা করতেন। এদিন দুপুর দুটো থেকে রাত রাত সাড়ে দশটা প্রায় সাড়ে আট ঘণ্টা সুস্মিতা ঘোষ সেন ও তার স্বামী বরুন ঘোষ অরফে বাবুয়াকে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকরা।
এদিন রাতে এম আর ডিস্ট্রিবিউটার সুস্মিতা ঘোষ সেনের স্বামী বরুন ঘোষ অরফে বাবুয়া সাংবাদিকদের জানান, ইডি যেকোনো জায়গায় তদন্ত করতে যেতে পারে, আমার এখানে ইডি এসেছে বলে আমি চোর তা প্রমাণ হয়ে যায় না। ইডি
কিছু খাতা ও নথিপত্র নিয়ে গিয়েছে বলে জানান তিনি।