ঢাকা, ২০ সেপ্টেম্বর: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার
সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্পদের তথ্য তদন্তে ব্রিটেনকে অনুরোধ করেছে বাংলাদেশ। ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের
মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে গত আগস্ট মাসের শুরুতে ভারতে চলে যান শেখ
হাসিনা। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে এবং এরপরই লন্ডনকে
ঢাকার পক্ষ থেকে এমন অনুরোধ জানানো হল। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে,
শেখ হাসিনার মিত্রদের বৈদেশিক
সম্পদের তদন্তে সহায়তার জন্য ব্রিটেনের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ। মূলত ক্ষমতাচ্যুত সরকারের
সদস্যদের দুর্নীতির বিরুদ্ধে জোরকদমে নেমেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এ প্রসঙ্গে বাংলাদেশের কেন্দ্রীয়
ব্যাঙ্কের গভর্নর আহসান মনসুর বলেছেন, হাসিনার শাসনামলে ব্যাঙ্কিং ব্যবস্থা থেকে কমপক্ষে ২ লক্ষ কোটি টাকা বিদেশে সরিয়ে
নেওয়া হয়েছে কিনা তা তদন্ত করছে অন্তর্বর্তী সরকার। ব্যাঙ্কের গভর্নর জানান, এ বিষয়ে তিনি ব্রিটেনের সাহায্য চেয়েছেন। কারণ ব্রিটেন সেই দেশগুলির
মধ্যে একটি যেখানে স্বৈরাচারী হাসিনা সরকারের সদস্যরা তাদের সম্পদ সরিয়ে নিয়ে থাকতে
পারে বলে বাংলাদেশি কর্তৃপক্ষ বিশ্বাস করে। গভর্নর বলেন, এ ধরনের সম্পদ যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরশাহীতেও পাচার হয়ে
থাকতে পারে। গভর্নর আহসান মনসুরের কথায়, ‘ব্রিটেন সরকার এ বিষয়ে
খুব সহায়ক। ব্রিটিশ হাইকমিশনার আমার অফিসে এসেছেন এবং তারা প্রচুর প্রযুক্তিগত সহায়তার প্রস্তাবও
দিয়েছেন।’ মনসুর জানান, বিশেষ করে শেখ হাসিনার সরকারের প্রাক্তন ভূমিমন্ত্রীর
ব্রিটেনে থাকা ১৫০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তির পেছনে ব্যবহৃত তহবিলের উৎস শনাক্ত করতে
চায় বাংলাদেশি কর্তৃপক্ষ। আরও জানান, তদন্ত করার মাধ্যমে
এই সম্পদগুলো কিভাবে ফিরিয়ে আনা যেতে পারে তার জন্য ব্রিটিশ সরকারের সাহায্য চাইবে
ঢাকা। গভর্নর আহসান মনসুর বলেন, প্রধানমন্ত্রীর অজান্তে
এতো ব্যাপক আকারের চুরি সংঘটিত হতে পারে না।
ব্রেকিং
- ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নয়া রণকৌশল
- কর্ণাটকের ৩ বিধানসভা আসনেই জয়ী কংগ্রেস
- কাশ্মীরি পণ্ডিতদের দোকানে বুলডোজার!
- ৪৮টি বিধানসভা ও ২টি লোকসভা কেন্দ্রে ভোটের ফলাফল: দেখে নিন একনজরে
- ৬৫ শতাংশ মুসলিম আসন কুন্দরকিতে যোগীরাজ্যে বিরাট জয় বিজেপির
- মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন: গেরুয়া টাইফুনে ‘ষড়যন্ত্র’ দেখছেন ‘INDIA BLOCK’
- ‘রেউড়ির’ জের! মহারাষ্ট্রে গেরুয়া ‘টাইফুন’, বিপর্যস্ত ‘ইন্ডিয়া’ জোট
- ‘গেরুয়ার মাদারিহাটে সবুজের ঝড়’ জয়ী জয়প্রকাশ টোপ্পো
- প্রথমেই ‘প্রথম’ ! ওয়েনাডে প্রিয়াঙ্কার ‘হাত’-এই ভরসা রাখল জনগণ
- উপনির্বাচনে ছক্কা হাঁকাল TMC, সবুজ আবির মেখে জয়োল্লাস কর্মী সমর্থকদের
- হেমন্তের বাজিমাত, ঝাড়খণ্ডে সরকার গড়ার পথে জেএমএম জোট
- বিশাল স্বর্ণখনির সন্ধান চিনে