ইস্তান্বুল, ১৭ সেপ্টেম্বর: তুরস্কের ইস্তান্বুল শহরের বিখ্যাত বসফরাস সেতুর ওপর স্ল্যাকলাইন দিয়ে হেঁটে এশিয়া থেকে ইউরোপে গেলেন এক ব্যক্তি। মোট ১ হাজার ৭৪ মিটার স্ল্যাকলাইন হেঁটে সেতুটি পার হন তিনি। এতে সময় লেগেছে মাত্র ৪৭ মিনিট। প্রথমে মনে হতে পারে শূন্যে হাঁটছেন এক ব্যক্তি। তবে একটু খেয়াল করলেই দেখা যাবে একটি সরু তারের ওপর দিয়ে সাবলীল ভাবে হাঁটছেন তিনি। রবিবার ইস্তান্বুলবাসী স্ল্যাকলাইনের ওপর দিয়ে অভিনব এই যাত্রা উপভোগ করেছেন। বিখ্যাত বসফরাস সেতুর ওপর স্ল্যাকলাইন লাগিয়ে এশিয়া থেকে ইউরোপে পাড়ি দেন এস্তোনিয়ার নাগরিক জান রুজ। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক ওপরে তারের ওপর হার্নেস লাগিয়ে হেঁটে যান তিনি। অনুভূতি জানাতে গিয়ে রুজ বলেন, শুধুমাত্র সামনের দিকে প্রতিটি পদক্ষেপের ওপর লক্ষ্য স্থির রেখে অসাধ্য এই কাজটির জন্য মনোনিবেশ করেছিলেন। ১ হাজার ৭৪ মিটারের এই সেতুটি পার হওয়ার সময় তার বাহুগুলো সঙ্কুচিত হয়ে যাচ্ছিল বলেও জানান তিনি। নিচে থেকে আসা গাড়ির আওয়াজ হাঁটার সময় প্রতিকূলতার সৃষ্টি করেছিল। তবে ওপর থেকে ইস্তান্বুলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন রুজ।