পুবের কলম, ওয়েব ডেস্কঃ শুরু হল আর জি কর মামলার চতুর্থ শুনানি। সোমবার দিনের
শেষ মামলা হিসাবে এই মামলার সওয়াল জবাব চলছে। এ দিন দুপুর ২টা নাগাদ প্রধান
বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ বসে। প্রধান
বিচারপতির পাশাপাশি বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র আর জি কর
মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখবেন।
এ দিনের শুনানিতে ৪২টি পক্ষের ২০০-র বেশি আইনজীবী অংশ নেন। রাজ্যের হয়ে সওয়াল
করবেন কপিল সিব্বল ও মেনকা গুরুসবামী। সিবিআইয়ের হয়ে লড়বেন সলিসিটর জেনারেল তুষার
মেহতা। নির্যাতিতার পরিবারের হয়ে থাকছেন বৃন্দা গ্রোভার ও শামিম আহমেদ। ওয়েস্ট
বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের হয়ে লড়বেন আইনজীবী ইন্দিরা জয়সিংহ।