কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

লেবাননে পেজার বিস্ফোরণে নাম জড়ালো ভারতীয় বংশোদ্ভূতের, জারি 'ইয়েলো নোটিশ'

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

নয়াদিল্লি, ১ অক্টোবর: লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনায় নাম জড়ালো এক ভারতীয় বংশোদ্ভূতের। তার খোঁজ শুরু করেছে ইন্টারপোল। সন্দেহভাজনের নাম রিনসন জোস।

বিস্ফোরণের পর থেকেই এই রিনসনের কোনও খোঁজ নেই। এবার রিনসনের খোঁজে ‘ইয়েলো নোটিশ’ জারি করা হয়েছে। তার খোঁজে একাধিক দেশ তদন্ত শুরু করেছে। পেজার বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত সহ ৬০০ জনের বেশি আহত বলে জানিয়েছে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। 

সূত্রের খবর, পশ্চিম এশিয়ার লেবাননে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার কয়েক হাজার পেজারের বরাত দিয়েছিল বুলগেরিয়ার এক সংস্থাকে। সেই সংস্থার কর্ণধার ভারতীয় বংশোদ্ভূত রিনসন। সূত্রের খবর, হিজবুল্লাহ গোষ্ঠীকে হাজার হাজার পেজার সরবরাহ করেছে রিনসনের মালিকানাধীন বুলগেরিয়ান কোম্পানি নোর্টা গ্লোবাল। 

জীবনে অনেক কষ্ট করে বড় হয়ে ওঠা এই রিনসনের। ২০২২ সালের এপ্রিলে বুলগেরিয়ার কোম্পানি নোর্টা গ্লোবাল প্রতিষ্ঠিত হয়। জন্ম ভারতে কেরলের ওয়েনাড়ে হলেও পরে তিনি চলে গিয়েছিলেন নরওয়েতে এবং বর্তমানে অসলোতে স্ত্রীকে নিয়ে থাকতেন। জোসের বাবা মুথেডাথ জোসে এবং মা গ্রেসি এখনও ওয়ানাড়েই থাকেন। দর্জির কাজ করেন তাঁরা। 

জোসের এক আত্মীয় থ্যাঙ্কচান জানিয়েছেন, রিনসন দশ বছর আগে চাকরি ও পড়াশোনার জন্য কেরল থেকে চলে যান। তিনি সর্বশেষ গত নভেম্বরে বাড়ি এসেছিলেন এবং জানুয়ারিতে ফিরে যান।

আমরা জানতাম রিনসন একটি কোম্পানিতে কাজ করছেন। আমরা জানি না তিনি কোনও কোম্পানি চালাচ্ছেন কিনা। কয়েক দিন আগে তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন কিন্তু নতুন ঘটনার বিষয়ে কিছু উল্লেখ করেননি। তবে আমাদের বিশ্বাস রিনসন কোনও অবৈধ কাজে জড়িত নন। 

অনেক কষ্ট করে বড় হয়ে ওঠা রিনসনের। পড়ার সময় খবরের কাগজ বিলি করত এবং বৃদ্ধাশ্রমে কাজ করত খরচ চালাতে। 

ওয়েনাড় পুলিশ জানিয়েছেন,  তাঁরাও একটি রুটিন তদন্ত চালাচ্ছেন এবং জোসের পরিবারের নিরাপত্তার উপর জোর দেওয়া হচ্ছে। 

উল্লেখ্য, ইন্টারপোল হল একাধিক দেশের তদন্তকারী সংস্থার তথ্য আদান-প্রদানের জন্য একটি আন্তর্জাতিক মঞ্চ। ইন্টারপোল কোনও নোটিশ জারি করার অর্থ প্রতিটি সদস্য দেশের তদন্তকারী সংস্থা সে বিষয়ে সজাগ থাকবে।

প্রতিটি দেশের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইন্টারপোলের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে থাকে। ভারতের ক্ষেত্রে যেমন এই দায়িত্ব পালন করে সিবিআই। তেমনই নরওয়ের ক্ষেত্রে সে দেশের জাতীয় তদন্তকারী সংস্থা ক্রিপোস এই দায়িত্বে রয়েছে।