লন্ডন, ১৪ সেপ্টেম্বর: আল–কায়দার প্রাক্তন নেতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন এখনও জীবিত। আফগানিস্তানের উত্তরাঞ্চলের একটি এলাকায় হামজা বিন লাদেন আত্মগোপনে আছেন। সেখান থেকেই ভাই আবদুল্লাহ বিন লাদেনকে নিয়ে আল–কায়দার নেতৃত্ব দিচ্ছেন হামজা বিন লাদেন। ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য মিরর’ তাদের গোয়েন্দা প্রতিবেদনে জানিয়েছে, ২০১৯ সালে মার্কিন বিমান হামলায় মারা যাননি হামজা বিন লাদেন। হামজা বিন লাদেন বর্তমানে বেশ সুরক্ষা বলয়ের মধ্যে থেকেই সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, হামজা বিন লাদেনকে সুরক্ষা দেওয়ার জন্য পাঞ্জশিরের দারা আব্দুল্লাহ খান এলাকায় ৪৫০ জন স্নাইপার সবসময় নিয়োজিত থাকে। এই সুরক্ষা বলয়ে থেকে হামজা দলকে পুনর্গঠিত করছেন বলেও দাবি করেছে সংবাদমাধ্যমটি। উল্লেখ্য, ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি কম্পাউন্ডে হামজার পিতা ওসামা বিন লাদেনকে হত্যা করেছিল মার্কিন বিশেষ বাহিনী। এরপর আল–কায়দার প্রধানের দায়িত্ব পান আয়মান আল–জাওয়াহিরি। হামজা বিন লাদেন জাওয়াহিরির সঙ্গে বেশকিছুদিন ঘনিষ্ঠভাবে কাজ করছিলেন বলে জানা যায়। ২০২২ সালের জুলাই মাসে মার্কিন ড্রোন হামলায় নিহত হন জাওয়াহিরি।