পুবের কলম, ওয়েবডেস্ক: আজ পথে ফের নাগরিক সমাজ। হাইল্যান্ড পার্ক থেকে মশাল হাতে মিছিল। তিলোত্তমার বিচারে দাবিতে ফের বিভিন্ন মহলের মানুষ জাস্টিস ফর আরজিকর-দাবিতে স্লোগান তুললো। মেডিক্যাল কলেজ, শ্যামবাজার, পিজি হাসপাতাল ঘুরে শ্যামবাজার যাবে এই মিছিল হবে। রাত ১২টায় শ্যামবাজার পৌঁছবে তারা।
৪২ কিলোমিটার পথ হাঁটবে তারা। ১৪ আগস্টের পরে তিলোত্তমার বিচারের দাবিতে রাত দখলের ডাক দিয়ে পথে নেমেছিল নাগরিক সমাজ। ১৫ আগস্টেই এক অন্য স্বাধীনতা দিবস পালন করেছিল সমাজ। এর পর থেকে থেমে থাকেনি We Want Justice-এর স্লোগান। আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে পথে নেমেছে সাধারণ মানুষ। ‘লক্ষ গলার স্বর এক, বিচার চাইছে আরজি কর-এই স্লোগান নিয়ে পথে হাজার হাজার মানুষ।
অন্যদিকে আজ স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করছে আন্দোলনকারি জুনিয়র চিকিৎসকেরা। সিবিআইকে চাপে ফেলতে পদযাত্রা করছেন আন্দোলনকারি চিকিৎসকেরা। সিজিও কমপ্লেক্স পর্যন্ত পদযাত্রার পরেই কর্মবিরতি তুলে কাজে ফিরছেন জুনিয়র চিকিৎসকেরা।