কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

রাসূল সা.-এর জীবন নিয়ে আলোচনা ও পুবের কলম-এর সীরাত সংখ্যা উদ্বোধন

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

                   গাজায় নরসংহারের তীব্র নিন্দা জানাচ্ছি:  সাংসদ সৌগত

পুবের কলম প্রতিবেদক: শনিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাস অডিটোরিয়ামে পুবের কলম ও একটি কুসুমের উদ্যোগে অনুষ্ঠিত হল রাসূল সা.-এর জীবন ও শিক্ষা নিয়ে আলোচনা। এদিন পুবের কলম-এর সীরাত-উন-নবী সংখ্যার উদ্বোধন হয় আনুষ্ঠানিকভাবে। এই মঞ্চ থেকেই তৃণমূল সাংসদ সৌগত রায় গাজায় ফিলিস্তিনি নরসংহারের বিরুদ্ধে গর্জে উঠলেন।

ইসরাইল ইতিমধ্যে গত ১১ মাসের বেশি সময়ে ৪২ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে নৃশংসভাবে। শিশু, নারী, বৃদ্ধ —বেসামরিক মানুষকে কোনও ছাড় দেওয়া হয়নি। মানবতার এই নিধনযজ্ঞ ঘটাচ্ছে যায়নবাদী ইসরাইল। ইসরাইলের এমন হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান সৌগত রায়। গাজায় গণহত্যা নিয়ে খুব কম সংখ্যক সাংসদই সরব হয়েছেন। তবে সৌগত রায় নিজের ব্যতিক্রমী পরিচয় দিলেন।

সাংসদ বলেন, আমি পুবের কলম আয়োজিত নবী সা.-কে নিয়ে আলোচনার মঞ্চ থেকে ইসরাইলি নরসংহারের তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি বিশ্বে শান্তি আনতে ইসলামের সাম্যবাদের প্রয়োজন আছে বলে জানান তিনি। সাংসদ বলেন, ইসলাম একটি সাম্যবাদী ধর্ম। এখানে একজন ছেড়া জামা পরে থাকা ব্যক্তিও ভালো পোশাক পরিহিত ব্যক্তির পাশে দাঁড়াতে পারে। নামাযের সময় এমনটা দেখা যায়।

এ-জন্যই ইসলাম ছড়িয়েছে। ইসলাম তরবারির জোরে ছড়ায়নি। নবী সা.-কে জানার জন্য দুই প্রতিবেশী সম্প্রদায় উদ্যোগী হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করেন তিনি। মধ্যবিত্ত বাঙালি মুসলিম সমাজ নির্মাণে পুবের কলম-এর ভূমিকার কথাও তিনি গুরুত্বসহকারে উল্লেখ করেন। এদিনের অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ড. গিয়াসউদ্দিন আমেদ, রাজনীতিক বিজয় উপাধ্যায়, ওয়ায়েজুল হক, আম্বিয়া খাতুন, কুতুবউদ্দিন তরফদার, অধ্যাপক মেহেদি হাসান, সাংবাদিক-প্রাবন্ধিক সুমন ভট্টাচার্য, মসিহুর রহমান, মমতাজ সংঘমিতা প্রমুখ।

পুবের কলম সম্পাদক আহমদ হাসান ইমরান এ ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তার কথা বলতে গিয়ে জানান, আমাদের অনুষ্ঠানে শুধু মুসলিমরা উপস্থিত থাকেন না। অমুসলিম ভাইবোনেরাও সমান আগ্রহ নিয়ে হাজির হন। রাসূলের শানে নাত পরিবেশনকারীরা বেশিরভাগই হিন্দু।

এদিন ঠাকুরপুকুরের সোনার তরী সংস্থার পক্ষ থেকে কাজী নজরুলের লেখা নাত-এ-রাসূল পরিবেশন করেন সাহানারা খাতুন, কাজল মজুমদার, মীরা দাস, কেয়া চক্রবর্তী, সুমিতা সরকার, বেবি দাস, রীতা চ্যাটার্জি, অনিতা দাস, সাগরিকা ঘোষ, শ্যামলী মণ্ডল, উষা রায়, প্রণতি মুখার্জি, রণিতা ব্যানার্জি প্রমুখ। এছাড়াও নজরুলের নাত পরিবেশন করেন সোমঋতা মল্লিক, নূপুর কাজী।

ইমরান জানান, এ ধরনের আবহ আমাদের বাংলায় দীর্ঘ সময় ধরে চলে আসছে। এটাই প্রকৃত বাংলা। এর মধ্যে যারা বিদ্বেষের বাতাবরণ সৃষ্টি করতে চায় তাদেরকে রুখে দিতে হবে। 

এদিনের অনুষ্ঠানে হিন্দু-মুসলিম, দাড়ি-টুপিওয়ালা ধর্মপ্রাণ মানুষ যেমন হাজির ছিলেন তেমনই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-গবেষক, সরকারি আধিকারিক, আধুনিক ভাবধারার মানুষ, জোয়ান-বৃদ্ধ, পুরুষ, মহিলা, কিশোর-কিশোরী, বালক-বালিকা, কচিকাঁচারাও সমান উৎসাহ নিয়ে হাজির হয়েছিল।

নবী সা.কে নিয়ে আলোচনা শোনার জন্য তিনটে বাজার আগে কানায় কানায় ভরে গিয়েছিল আলিয়ার প্রেক্ষাগৃহ। নদিয়া, বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা—বিভিন্ন জেলা থেকে মানুষ উপস্থিত হন হৃদয়ে রাসূলপ্রেম নিয়ে। ধর্মীয় আঙ্গিনায় যেভাবে রাসূলচর্চা হয়, সেই জায়গা থেকে অনেকটাই সরে গিয়ে সব ধর্ম, বিভিন্ন পেশা-শ্রেণির মানুষদের জন্য এক ভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে পুবের কলম। পাশাপাশি রাসূলের শানে নাত-এ-রাসূল ও কবিতা পাঠ অনুষ্ঠানটিকে এক না¨নিক মাত্রা এনে দেয়।

ফুরফুরার পীরজাদা উজাইর সিদ্দিকি সাহাবা, তাবেয়ী-তাবেয়ীনদের সীরাতচর্চা নিয়ে যেমন জ্ঞানগর্ভ বক্তৃতা দিয়েছেন তেমনই নবী সা.-এর সর্বজনীনতা নিয়ে চমৎকার বলেছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান। তিনি বলেন, নবী সা. সারা জগতের জন্য এসেছিলেন। তিনি ছিলেন রহমাতুল্লিল আলামিন। মাওলানা তাজ মুহাম্মদ তার ভাষণে মুসলিমদের ঈমান ও আমল নিয়ে বক্তব্য পেশ করেন। প্রাবন্ধিক জাহিরুল হাসান বলেন, মুসলিমরা তাদের অতীত গৌরবের কথা ভুলে গিয়েছে। এর কারণ তারা জ্ঞান অন্বেষণের গুরুত্বটাই মনে রাখেনি।

আব্বাসীয় আমলের জ্ঞানবিজ্ঞান চর্চা, তৈমুরীয় আমলের রেনেসাঁ থেকে শিক্ষা নিয়েই তো ইউরোপ রেনেসাঁ এনেছিল। সে-কথা এখন বিশ্ব ভুলে গেছে। মুসলিমদের এই গৌরবের বিষয়গুলিসহ আজকের  দিনে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার দিশা দিতে এদিন প্রকাশিত হয় জাহিরুল হাসানের নতুন বই ‘পড়ে পাওয়া ষোলোআনা’। জাহিরুল আরও জানান, সমাজের অগ্রণী মানুষদের আমরা ঘুমিয়ে পড়তে দেখছি। পশ্চাৎপদ অংশের এটাই সুযোগ আরও বেশি বই পড়ে এগিয়ে যাবার।