কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

রাজ্যে হজের আবেদন জমা পড়ল ৫৯১৫ জনের

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

আবদুল ওদুদঃ ২০২৫ সালের হজ যাত্রার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে ৩০ শে সেপ্টেম্বর। দু‘দফাই সময় বাড়ানো হলেও এখন পর্যন্ত হজের আবেদন জমা পড়েছে ৫৯১৫ জনের। রাজ্য হজ কমিটির সূত্রে জানানো হয়েছে ২০২৪ সালের মতোই ২০২৫ সালে হজের আবেদন জমা পড়েছে । তবে বিভিন্ন জেলায় পাসপোর্ট সংক্রান্ত কারণে কিছু আবেদন সমস্যা রয়েছে সেগুলির সমাধান হলে আরও কিছুটা বাড়বে।  পাসপোর্ট তৈরির প্রক্রিয়া সমাপ্ত হলেই সেগুলি রাজ্য হজ কমিটির অফিসে জমা পড়বে।

 হজ যাত্রীদের কুরবানী প্রসঙ্গে বলা হয়েছে এখন পর্যন্ত যে সমস্ত আবেদনকারী কুরবানির টাকা জমা সরকারি মাধ্যমে না নিজেরা করবেন তাদের রাজ্য হজ কমিটির +৯১ ৮৩৩ ৪৯৯ ১১১১ হোয়াটআপ নাম্বারে জানাতে হবে। প্রত্যেক আবেদনকারী কে রাজ্য হজ কমিটির নিডটাউন সদর দপ্তর কিংবা জেলা সংখ্যালঘু আধিকারিক বা ডোমা অফিসার কে বেশ কিছু নথি জমা প্রদান করতে হবে। হজের আবেদন পাসপোর্ট সহ মেডিকেল সার্টিফিকেট প্রথম কিস্তি ১ লক্ষ ৩০ হাজার ৩০০  টাকা জমা দেওয়ার রশিদ রাজ্য হজ কমিটিকে জমা দিতে হবে।  পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে আবেদনকারীকে সংযুক্ত করতে হবে । আবেদনকারীর কভার নাম্বার হোয়াটসঅ্যাপে রাজ্য হজ কমিটির কাছে পাঠিয়ে দিতে হবে।

রাজ্য হজ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে পাসপোর্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বহরমপুর পাসপোর্ট সেবা কেন্দ্র কলকাতা রুবিতে অবস্থিত পাসপোর্ট সেবা কেন্দ্র এবং শিলিগুড়ির পাসপোর্ট সেবা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। রাজ্য হজ কমিটির আধিকারিকরা উপস্থিত থেকে এই সমস্যার সমাধান করবে বলে রাজ্য হজ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

রাজ্য হজ কমিটির চেয়ারম্যান সাংসদ খলিলুর রহমান বলেন, হজ কমিটি জেলা ব্লক স্তরে প্রচার অভিযান চালিছে। আগামী দিনে আরও সচেতনতা শিবিরের ব্যবস্থা করবে। যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যেন হজ পালন করেন। হজ কমিটি মানুষের পাশে রয়েছে। ২৪ ঘন্টা পরিষেবা দিতে তৎপর।