কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

রাজ্যের একাধিক জেলায় ফের বৃষ্টির সম্ভাবনা

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদকঃ গত কয়েকদিন ধরে একাধিকবার সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের বিভিন্ন জেলা। একদিকে ভারি বৃষ্টি আর অন্যদিকে ডিভিসি-র জলাধার থেকে প্রচুর পরিমান জল ছাড়ায় বন্যাপরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। জলবন্দী রাজ্যের বিভিন্ন জেলা থেকে বন্যার জল নামার আগেই ফের ভারি বৃষ্টির পুর্বাভাস শোনালো আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার হাওয়া অফিস জানিয়েছে, মাঝে বৃষ্টির ছেদ পড়লেও এখনই দুর্যোগ কাটছে না বাংলার আকাশ থেকে। যদিও আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি কিছুটা কম হলেও  অক্টোবরের ১ তারিখ এবং ২ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

হাওয়া অফিসের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী আগামী ৫ অক্টোবর থেকে  ৯ অক্টোবর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।  পাশাপাশি ওই সময় উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের পাশাপাশি উপ-হিমালয় রেঞ্জ, সিকিম, বিহার, পূর্ব উত্তর প্রদেশ, কোঙ্কন এবং গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং উত্তরাখণ্ড সহ দেশের একাধিক অঞ্চলে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । মৌসম ভবন পশ্চিমবঙ্গ সহ দেশের মোট ১৭ রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।  

আইএমডি আরও জানিয়েছে, চলতি সপ্তাহে দেশের কিছু রাজ্য থেকে বর্ষার বিদায় ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই গোটা দেশ থেকে পাততাড়ি গোটাতে পারে বর্ষা। তবে তার আগে ভারি বৃষ্টির কথা জানিয়েছে মৌসম ভবন।