পুবের কলম, ওয়েবডেস্কঃ পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে ‘রেল ফোর্স ওয়ান‘ বিমানে চড়ে বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার কিয়েভে পৌঁছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করলেন মোদি। এদিন তিনি লিখেছেন, ‘বন্ধু ও অংশীদার রাষ্ট্র হিসেবে আমরা আশা করছি, এ অঞ্চলে দ্রুতই শান্তি ও স্থিতিশীলতা ফিরবে।’
গত ৮ জুলাই রাশিয়া সফরে গিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন মোদি। এখন মনে করা হচ্ছে, কূটনৈতিক ভারসাম্য রক্ষা করতে এবং রাশিয়ার প্রতিকূল অবস্থার মধ্যে শান্তি প্রতিষ্ঠায় সমর্থন জানাতে ইউক্রেন সফর করছেন প্রধানমন্ত্রী। এদিন প্রেসিডেন্ট জেলেনস্কির চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়রমাক বলেছেন, ‘মোদি শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।’