পুবের কলম, ওয়েবডেস্ক: আরজি কর
কাণ্ডে চিকিৎসকদের দাবি নিয়ে রাজ্য সরকার ও আন্দোলনকারিদের মধ্যে চাপানউতোর অব্যাহত। মুখ্যসচিবের
ইমেল নিয়ে ধোঁয়াশা, ফের ‘ই মেল’ জুনিয়র চিকিৎসকদের। তাদের দাবি, সব কিছু স্পষ্ট করুক সরকার।
জুনিয়র চিকিৎসকদের দাবি, পাঁচ
দফা দাবি নিয়ে কোনও সমঝোতায় রাজি নই। আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে বৈঠকে কিছু জানাব
না। আলোচনায় রাজি, কার্যবিবরণী লিখতে ডাক্তারদের প্রতিনিধি থাকবে। আমরা সদর্থক
আলোচনায় বিশ্বাসী। কর্মবিরতি নিয়ে ই মেলে কোনও উল্লেখ নেই, তাই আপাতত আমরা পাঁচ
দফা দাবি নিয়ে কালীঘাটে যাচ্ছি। আমরা কোনও ধরনের সিদ্ধান্ত ওখানে নেব না, এখানে এসে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আমাদের এই লড়াই ন্যায়বিচারের লড়াই। সাধারণ মানুষকে পাশে থাকার আহ্বান আন্দোলনকারিদের। কার্যবিবরণী লিখতে স্টেনোগ্রাফার নিয়ে যাচ্ছেন আন্দোলনকারিরা।