পুবের কলম, ওয়েবডেস্ক: আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। আমি মুখ্যমন্ত্রী নয় আপনাদের দিদি হিসেবে এখানে এসেছি। আপনি কথা দিচ্ছি দোষীরা শাস্তি পাবে। আপনারা ভাবছেন দোষীরা আমার বন্ধু। এমনটা না। কেউ আমার বন্ধু বা শত্রু না। যে জার মতো প্রেসেসে এসেছে।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন,
আপনারা আন্দোলন করুন।আমি আপনাদের প্রতি কোনও অবিচার করব না। আমার পোস্টটা বড় কথা নয়, মানুষের পোস্টটাই বড় কথা। আমি আপনাদের এই আন্দোলনকে কুর্নিশ জানাই। যদি আপনারা কাজে ফিরতে চান, তাহলে আলোচনা করব। আমি একা সরকার চালাই না। আমার সঙ্গে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি, পুলিশ সবাই আছে। সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমার নিরাপত্তাজনিত নানা নিষেধাজ্ঞা রয়েছে। তা সত্ত্বেও আমি নিজে ছুটে এসেছি।‘শুক্রবার সারা রাত ঝড়়জল হয়েছে। আপনারা যে ভাবে বসে আছেন, আমার কষ্ট হচ্ছে। গত ৩৪ দিন ধরে আমিও রাতের পর রাত ঘুমোইনি। কারণ, আপনারা রাস্তায় থাকলে আমাকেও পাহারাদার হিসাবে জেগে থাকতে হয়।’’
পুবের কলমকলকাতা থেকে প্রকাশিত বিভাগোত্তর বাঙ্গালী মুসলমানদের একমাত্র বাংলা দৈনিক সংবাদপত্র। দৈনিক কলম ভারত এবং আন্তর্জাতিক সংবাদের সাথে সাথে স্থানীয় ও আঞ্চলিক বিষয়সমূহ প্রকাশ করে। …