পুবের কলম,ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রীর বাড়ির
সামনে পৌঁছাল জুনিয়র চিকিৎসকদের বাস। সংশ্লিষ্ট চত্বরে মোতায়েন হয়েছে কড়া নিরাপত্তা।
১) সন্ধ্যা ৬.১৬ মিনিটে কালীঘাটে পৌঁছান চিকিৎসকরা। সঙ্গে রয়েছে ২ স্টেনোগ্রাফার। তবে তাদের বৈঠকে ঢুকতে দেওয়া হবে কিনা তা শুধু সময়ের অপেক্ষা।
২) ইতিমধ্যেই বাস থেকে নেমে পড়েছেন চিকিৎসকরা। যাচ্ছেন বৈঠকস্থলে। এখনও পর্যন্ত আপত্তিজনক কিছু হয়নি। পরিস্থিতি স্বাভাবিক।
৩) একটিমাত্র সংবাদমাধ্যম ভিতরে যাওয়ার অনুমতি পেয়েছে।
৪) ৬.৪০ মিনিটে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকলেন জুনিয়র চিকিৎসকরা। রয়েছেন দু’জন স্টেনোগ্রাফার।
৫) ৩০ জন চিকিৎসক সহ ২ জন স্টেনোগ্রাফার ভিতরে ঢোকার অনুমতি পেয়েছে। বৈঠক কি শুরু হয়েছে? উঠছে প্রশ্ন। বৈঠক ফলপ্রসূ হবে কিনা অপেক্ষা সময়ের।
৬) জুনিয়র ডাক্তারদের আন্দলনের ৩৬ দিন পর, অবশেষে বৈঠক।
৭) চার চারবার বৈঠক ভেস্তে যাওয়ার পর আজ শুরু হল বৈঠক।
৮)