কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

মহারাষ্ট্রে খুন বীরভূমের পরিযায়ী শ্রমিক

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

দেবশ্রী মজুমদার, রামপুরহাট:  পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বীরভূমের নলহাটির গ্রামে। পরিবারের অভিযোগ তাঁকে খুন করা হয়েছে। পুলিশ একজনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

মৃত শ্রমিকের নাম সোমনাথ দেবনাথ। তার বাড়ি নলহাটি থানার পানিটা গ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় মহারাষ্ট্রের থানে জেলার কপুরবাবদি থানার পুলিশ তাঁর মৃত্যু সংবাদ ফোনে বাড়িতে দেয়। এলাকার একটি নির্মীয়মান বহুতল থেকে তার গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, এলাকায় কাজ নেই। তাই বছর দেড়েক আগে মহারাষ্ট্রে কাজ করতে যান সোমনাথ দেবনাথ নামে ওই যুবক। দু’মাস আগে তিনি বাড়িতে এসেছিলেন। কয়েকদিন থেকে ফের কর্মস্থলে ফিরে গিয়েছিলেন। গত ১৪ সেপ্টেম্বর রাত এগারো নাগাদ তার মায়ের সঙ্গে মোবাইলে কথাও বলেন সোমনাথ। ওরপর মঙ্গলবার সন্ধ্যা  সাড়ে সাতটা নাগাদ মহারাষ্ট্র পুলিশের কাছ থেকে মোবাইলে খবর পান সোমনাথকে খুন করা হয়েছে। তার ভাই সুকান্ত দেবনাথ জানান, দাদাকে খুন করা হয়েছে। তবে কে বা কারা কি ভাবে খুন করেছে সেই বিষয়টি স্পষ্ট নয়।

পরিবার জানতে পেরেছে ধর থেকে মুন্ড কেটে আলাদা করে খুন করা হয়েছে। খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে মহারাষ্ট্রের কপুরবাবদি থানার পুলিশ। ভাই সুকান্ত বলেন, “কোথায়, কিসে কাজ করত আমরা জানি না। তবে জানি মহারাষ্ট্রে কাজ করত। ১৪ সেপ্টেম্বর ফোনে মায়ের চিকিৎসার জন্য টাকা পাঠানোর কথা জানিয়েছিল। তারপর কিভাবে খুন হল বুঝতে পারছি না। তবে জারাই খুন করুক তাদের কঠোর শাস্তির দাবি করছি”।