কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ

মহাকাশে ৬ স্যাটেলাইট পাঠাল চিন

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

বেজিং, ২০ সেপ্টেম্বর: সফলভাবে নতুন ৬টি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে চিন। দেশটির উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইয়ুয়ান কেন্দ্র থেকে এ উৎক্ষেপণ করা হয়।   উৎক্ষেপণ করা স্যাটেলাইটগুলো জিলিন-১ কুয়ানফু ০২বি ০১-০৬ নামে পরিচিত। স্যাটেলাইটগুলোকে মহাকাশে পাঠানো হয় লং মার্চ-২ডি ক্যারিয়ার রকেটের মাধ্যমে। সফল উৎক্ষেপণের মাধ্যমে স্যাটেলাইটগুলো পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। চিনের মহাকাশ গবেষণা কার্যক্রমের ধারাবাহিকতায় এটি নতুন একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে চিন সফলভাবে ছিয়ানফান পোলার অরবিট-০১ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল। এছাড়া জুলাই মাসেও চংসিং-৩এ নামে একটি নতুন যোগাযোগ ও সম্প্রচার স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল দেশটি। চিনের এ ধারাবাহিক সাফল্য দেশটির মহাকাশ গবেষণা ও প্রযুক্তির অগ্রগতির প্রতিফলন।