পুবের কলম প্রতিবেদক: কর্তব্যরত অবস্থায় পুলিশ, সিভিক ভলান্টিয়ার কিংবা জিআরপি মদ্যপানের প্রমাণ পাওয়া গেলেই
কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। মদ্যপ অবস্থায়
রাজ্যের পুলিশ কর্মী, জিআরপি,সিভিক ভলান্টিয়ার কিংবা পুলিশের গাড়ির চালক যদি মদ্যপ
অবস্থায় ডিউটি করেন, সেক্ষেত্রে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে
নির্দেশিকা জারি করে জানিয়েছেন
রাজ্য পুলিশের এডিজি মনোজ ভার্মা।
কর্তব্যরত অবস্থায়
পুলিশকর্মী, সিভিক ভলান্টিয়ারদের পাশাপাশি হোমগার্ড, এনভিএফ এবং পুলিশের গাড়ির চালকরাও যেন মত্ত অবস্থায় না
থাকেন সেটা নিশ্চিত করার কথা বলা হয়েছে ওই নির্দেশিকায়।
আগামী দিনে কোনও
পুলিশকর্মী, সিভিক ভলান্টিয়ার সহ পুলিশের সঙ্গে যুক্ত অন্যান্যরা মদ্যপ অবস্থায় ডিউটি জয়েন করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা।