কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয়দের জন্য ২.৫ লক্ষ অতিরিক্ত ভিসা অ্যাপয়েন্টমেন্ট ঘোষণা মার্কিন দূতাবাসের

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

 পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতীয়দের জন্য ২.৫ লক্ষ ভিসার অ্যাপয়েন্টমেন্ট
চালু করল মার্কিন দূতাবাস। মার্কিন দূতাবাস সোমবার জানিয়েছে
, পর্যটক, দক্ষ
কর্মী এবং পড়ুয়া সহ ভারতীয় ভ্রমণকারীদের জন্য অতিরিক্ত
.৫ লক্ষ
ভিসার ব্যবস্থা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র । এদিন দূতাবাস আরও জানিয়েছে
, নতুন
স্লটগুলির কারণে আবেদনকারীদের অনেক  সুবিধা
হবে।


অনেক সময় আবেদন করার পর অপেক্ষা করতে হয়, সেই সময় বাঁচবে। এদিন
দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়, পরপর দুই বছর ১০ লক্ষেরও বেশি ভারতীয়
অ-অভিবাসী মার্কিন ভিসার জন্য আবেদন করেছেন। যেখানে ২০২৩ সালে ১৪
লক্ষ ভারতীয় ভিসার আবেদন করেছিল। উল্লেখ্য, দিল্লিতে ছাড়া
, চেন্নাই, হায়দরাবাদ, কলকাতা এবং মুম্বাইতে মার্কিন
যুক্তরাষ্ট্রের কনস্যুলেট রয়েছে।


২০২৩ সালে, মার্কিন যুক্তরাষ্ট্র ১.৪
লক্ষেরও বেশি স্টুডেন্ট ভিসা ইস্যু করেছে।  মুম্বই
, নয়া
দিল্লি
, হায়দরাবাদ এবং চেন্নাই এখন বিশ্বের শীর্ষ চারটি
স্টুডেন্ট ভিসা   প্রসেসিং পোস্ট হিসাবে দাঁড়িয়েছে। মার্কিন
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত এক মিলিয়নেরও বেশি বিদেশী ছাত্রের এক চতুর্থাংশেরও বেশি
হচ্ছে ভারতীয়।


গত কয়েক দশকে  ভারত-মার্কিন সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী
হয়েছে। বৃদ্ধি পেয়েছে বাণিজ্য
, উভয় দেশ একে অপরের বাজারে
বিনিয়োগ করছে। মার্কিন  যুক্তরাষ্ট্র
ভারতের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।