পুবের কলম প্রতিবেদকঃ ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার পাশাপাশি এবার গ্রাহকদের জন্য বিশেষ সঞ্চয়মূলক জীবন বিমা চালু করল বন্ধন ব্যাঙ্ক। গ্রাহকদের মূলত ব্যাঙ্কিং পরিষেবা দেওয়া ছাড়াও এবার গ্যারান্টি বিশ্বাস এবং নিশ্চিত রিটার্নের পাশাপাশি বিশেষ এই সঞ্চয় বিমার ফলে ব্যাঙ্কের গ্রাহকরা এবার আরও বেশি আর্থিকভাবে লাভবান হবেন বলেও জানিয়েছে বন্ধন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কলকাতার এক বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠকে বন্ধন ব্যাঙ্কের নির্বাহী পরিচালক এবং প্রধান ব্যাবসায়িক কর্মকর্তা রাজিন্দর কুমার বব্বর বলেন, ‘চলতি মাস থেকেই বৃহত্তর কলকাতা শহর এবং গ্রামীণ এলাকায় ২৫৯ শাখা ছাড়াও রাজ্যের প্রতিটি বন্ধন ব্যাঙ্ক শাখায় এই বিমার সুবিধা পাওয়া যাবে।’ এই ধরনের বিমা চালু হওয়ায় আর্থিকভাবে লাভবাণ হবেন রাজ্য-সহ দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহক-সহ তাদের পরিবারের সদস্যরা আগামী ভবিষ্যতকে আর্থিকভাবে সুরক্ষিত করতে পারবে বলেও জানান বন্ধন ব্যাঙ্কের নির্বাহী পরিচালক।
এ দিনের বৈঠকে ব্যাঙ্কের একাধিক কর্মকর্তা গ্রাহকদের উদ্দেশে বলেন, বন্ধন ব্যাঙ্কের উদ্যোগে চালু হওয়া নতুন জীবন বিমায় লাইফ কভারের সঙ্গে প্রিমিয়ামের ১০ গুণ বেশি নিশ্চিন্ত রিটার্নের সুবিধা পাওয়া যাবে। বিশেষ করে শিশুদের উচ্চশিক্ষার জন্য অর্থ প্রদান, বাড়ি তৈরি অথবা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে মধ্যম আয়ের গ্রাহকরা নিজেদের সুবিধা মত আর্থিক পরিকল্পনার মাধ্যমে বিমার সুবিধা উপভোগ করতে পারবেন। বন্ধন লাইফ-এর মুখ্য ব্যবসায়িক আধিকারিক ইন্দ্রনীল দত্ত বলেন, পশ্চিমবঙ্গ থেকেই বন্ধন ব্যাঙ্কের যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে বন্ধন ব্যাঙ্ক রাজ্যের গন্ডি ছাড়িয়ে উত্তর-পূর্ব ভারতের একটি অগ্রণী ব্যাঙ্ক হিসেবে গ্রাহকের আস্থা এবং বিশ্বাস অর্জন করেছে। বর্তমানে দেশের বিভিন্ন রাজ্যে ৬,৩০০টি আউটলেটে আমানত অ্যাকাউন্ট, ইন্টারনেট এবং মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা চালু করতে সক্ষম হয়েছে।