পুবের কলম, ওয়েবডেস্ক: সামনে এল জলের
নিচে বিধ্বস্ত হওয়া টাইটান সাবমেরিনের ছবি। এবার মার্কিন কোস্টগার্ডের
প্রকাশিত ভিডিওতে দেখা গেল তার ধ্বংসাবশেষ। টাইটানের লেজের এক কোনা বোঝা যচ্ছে
ভিডিয়োতে। ২০২২ সালে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখার জন্য যাত্রা শুরু করে
সাবমেরিনটি। কিন্তু সেটি সফল হয়নি। সমুদ্রতলের প্রবল জলের চাপে সেটি ভেঙে যায়।
যাত্রা শুরুর ১ ঘণ্টা ৪৫ মিনিট পর নিখোঁজ হয়ে যায় টাইটান। প্রতিষ্ঠানে প্রধান
নির্বাহী ও মার্কিন ধনকুবের সহ পাঁচ আরোহী ছিলেন ওই জাহাযে। ঘটনার পর থেকেই তদন্ত
চলছে। শুনানিতে দ্য মেরিন বোর্ড অব ইনভেস্টিগেশন জানায়, গত বছর ২২ জুন তারা এই
ধ্বংসাবশেষের সন্ধান পান। এতে করে প্রমাণিত যে প্রবল চাপে সাবমেরিনটি বিধ্বস্ত
হয়ে গিয়েছিল। আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এর শুনানি।
গত
বছরের ১৮ জুন একটি ছোট্ট ডুবোযানে চড়ে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলেন ৫
আরোহী। টাইটানিকের কাছাকাছি চলেও গিয়েছিলেন। কিন্তু টাইটানিক দেখার সৌভাগ্য তাদের
হয়নি। টাইটানিকের মতো তারাও গভীর সমুদ্রে তলিয়ে যায়।তারা জীবিত অবস্থায় ফিরতে
পারেননি।
ডুবোযানের যাত্রীরা
ছিলেন ৬১ বছর বয়সী স্টকটন রাশ, যিনি ওশানগেট কোম্পানির
প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্রিটিশ
পাকিস্তানি ধনকুবের ব্যবসায়ী ৪৮ বছর বয়সী শাহজাদা দাউদ, তার ১৯ বছরের ছেলে
সুলেমান দাউদ এবং ব্রিটিশ ধনকুবের ব্যবসায়ী ৫৮ বছর বয়সী অ্যাডভেঞ্চারপ্রেমী
হ্যামিশ হার্ডিং।
ওই যানে পঞ্চম ব্যক্তি ছিলেন ৭৭ বছর বয়সী পল-অঁরি নারজিওলেট-
ফরাসি প্রাক্তন নৌবাহিনীর ডুবুরি এবং খ্যাতনামা অভিযাত্রী।