পুবের কলম, ওয়েবডেস্কঃ বিজেপিকে আর ভয় পান না দেশের
সাধারণ জনগণ, মার্কিন মুলুকের এক অনুষ্ঠান থেকে বিজেপিকে খোঁচা দিলেন কংগ্রেস সাংসদ তথা বিরোধী
দলনেতা রাহুল গান্ধি। চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলের প্রসঙ্গ
টেনে তিনি বলেন, “লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি
বিজেপি। নির্বাচনের ফল প্রকাশের পর সাধারণ মানুষের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদি ও বিজেপির ভয় চলে গিয়েছে।” টেক্সাসের
ডালাসে ভারতীয়দের সঙ্গে কথা বলতে গিয়ে রাহুল বলেন, “মানুষের মধ্যে বিজেপির ভয় চলে গিয়েছে। নির্বাচনের ফল প্রকাশের পরই, কয়েক মিনিটের মধ্যেই ভারতের কেউ বিজেপি
বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আর ভয় পাচ্ছিল না।” বিরোধী দলনেতার কথায়, “এটা রাহুল গান্ধি বা কংগ্রেস পার্টির সাফল্য নয়, বরং দেশের জনগণের ইচ্ছার প্রতিফলন, যারা সংবিধানের উপরে আক্রমণ সহ্য করতে
রাজি নয়।“
রাজনীতিতে
এবং সমস্ত রাজনৈতিক দলেই ভালবাসা, সম্মান ও নম্রতার
অভাব রয়েছে বলে মন্তব্য করেন কংগ্রেস সাংসদ। রাহুলের বক্তব্য, “আমি এই
ভালবাসা, সম্মানই রাজনীতিতে
প্রবেশ করাতে চাই। শুধু শক্তিশালী বা ক্ষমতাবান মানুষই নয়, যারা ভারত গড়ছেন, আমি তাদের সকলকে সম্মান করি।