পুবের কলম,ওয়েবডেস্ক: জেপিসির মাধ্যমে ওয়াকফ বিল নিয়ে অভিমত জানতে চেয়েছে কেন্দ্র সরকার। যৌথ সংসদীয় কমিটিতে চলছে জোর বিতর্ক। কমিটির চতুর্থ বৈঠক শেষ হয়েছে। বিভিন্ন মুসলিম সংগঠনের অভিমত গ্রহণ করা হয়েছে। অনেকে ব্যক্তিগতভাবেও সংসদের নির্দিষ্ট মেইলে মতামত পাঠাচ্ছেন। তবে সবচেয়ে বেশি সাড়াজাগানো বিষয় হলো এ পর্যন্ত (১০ তারিখ বিকেল ৪টা পর্যন্ত) প্রায় ৫০ লক্ষ এমন ই-মেইল পাঠানো হয়েছে যাতে দাবি করা হয়েছে বাতিল করা হোক ওয়াকফ সংশোধনী বিল।
অনেক সংগঠন এই নিয়ে লিঙ্ক তৈরি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছে। জেপিসি জানতে চাইলে মেইল পাঠানো হচ্ছে লোকসভা সেক্রেটারিয়েটে জয়েন্ট সেক্রেটারির কাছে। পার্লামেন্ট হাউস অ্যানেক্স রুম নং ৪৪০-এর নামে পাঠানো হচ্ছে ই-মেইল। লিঙ্ক পাঠিয়ে বলা হয়েছে বাতিল কর ওয়াকফ সংশোধনী বিল। মেইল পাঠানোর শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর, ফলে শেষ সময়ে সোশ্যাল মিডিয়ার জোরালো আবেদন নিজের নাম লিখে লিঙ্কে ক্লিক করে প্রতিবাদ জানাতে থাকুন।
বলা হয়েছে ভারতের একজন সচেতন নাগরিক হিসেবে আমি সংবিধান বিরোধী এই ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করছি। উল্লেখ্য, প্রাপ্ত তথ্য অনুযায়ী মহারাষ্ট্র থেকে এ পর্যন্ত বেশি ই-মেইল পাঠানো হয়েছে বিল বাতিল নিয়ে, আর সবচেয়ে কম ই-মেইল এসেছে উত্তরপ্রদেশ থেকে। মহারাষ্ট্রে ২০ শতাংশ, গুজরাট ১৭ শতাংশ, কর্ণাটক ১০ শতাংশ, ওয়াকফ বিল বিরোধিতায় ই-মেইল পাঠানো রাজ্যের মধ্যে পশ্চিমবাংলা অষ্টম স্থানে। তবে পশ্চিমবাংলা থেকেও আবেদন জানানো হয়েছে বেশি বেশি করে প্রতিবাদ পাঠাতে।
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ডও এই বিল নিয়ে প্রতিবাদের আহ্বান জানিয়েছে। ‘নো ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল’-এ তিন বার ক্লিক করলেই প্রতিবাদ রেকর্ড হয়ে যাচ্ছে। জেপিসি যে প্রতিবাদ আহ্বান করেছে তাতে ইংরেজি ও হিন্দিতে অভিমত পাঠানোর কথা। তবে এখন অনেকেই অতি সহজে প্রতিবাদ জানাতে ল’বোর্ডের লিঙ্কে গিয়ে ‘নো ওয়াকফ বিল’-এ তিন বার ক্লিক করে প্রতিবাদে শামিল হচ্ছেন। এই বিষয়ে উল্লেখযোগ্য হল যে, প্রধানমন্ত্রী অফিস আহ্বান জানিয়েছে যারা বিলের সমর্থন জানাবেন তারা সংসদের ওয়েবসাইটে গিয়ে সমর্থন অংশে ক্লিক করতে পারবেন। কিন্তু সেখানেও দেখা যাচ্ছে অনেকেই বিল বাতিলের কথা লিখেছেন।