ঢাকা, ১৩ সেপ্টেম্বর: বাংলাদেশের বিদেশসচিব জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে বিদেশসচিব জানিয়েছেন, বাংলাদেশ ও অন্যান্য স্বল্পোন্নত (এলডিসি) দেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দিতে চায় চিন সরকার। তিনি বলেন, ‘সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সিনো-আফ্রিকান সম্মেলনে একটি সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চিন।’ ২০২২ সালে চিন ৯৮ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়, যার মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্যসহ ৩৮৩টি নতুন পণ্য ছিল। ২০২০ সালে ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্য এই সুবিধা পেত। বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চিন। ২০২২-২৩ অর্থ বছরে চিন থেকে ১৮ দশমিক ছয় বিলিয়ন ডলার মূল্যমানের পণ্য আমদানি করে বাংলাদেশ। অপরদিকে, বাংলাদেশ থেকে চিনে রফতানি হয় ৬৭৬ মিলিয়ন ডলারের পণ্য। জসিমউদ্দিন জানান, অন্তর্বর্তী সরকার গঠনের পর চিন থেকেই সবচেয়ে বেশি সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে, যার পরিমাণ আট মিলিয়ন ডলার। তিনি বলেন, ‘আমরা আশা করছি চিনে রফতানির পরিমাণ আরও বাড়বে।’ আম রফতানির প্রক্রিয়া মোটামুটি চূড়ান্ত, কাঁঠাল ও পেয়ারার মতো অন্যান্য ফলও রফতানি হবে।’ জানা যায়, ২০২০ সালে গোটা বিশ্ব থেকে দুই দশমিক চার ট্রিলিয়ন মূল্যমানের পণ্য আমদানি করেছে চিন। স্বভাবতই চিনের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান এমএ রাজ্জাক একটি গবেষণাপত্রে উল্লেখ করেন, চিনের আমদানি বাজেটের এক শতাংশও যদি বাংলাদেশ থেকে যায়, তাহলেও আমরা বছরে ২৫ বিলিয়ন ডলার উপার্জন করতে পারব।
ব্রেকিং
- বিশ্বের বহু দেশেই নিষিদ্ধ ‘ইসকন’
- পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে হাসিনা: সোহেল তাজ
- ১৫ লাখ বাড়ি বানাবে ব্রিটেন সরকার, শ্রমিক নেই দেশে
- প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে ফোন, মুম্বই পুলিশের হাতে গ্রেফতার মহিলা
- যোগী রাজ্যে নারকীয় ঘটনা, নার্সকে গণধর্ষণ করে যৌনাঙ্গে লাঠি ও লঙ্কার গুঁড়ো
- সংখ্যালঘুদের স্বাধীনতা রক্ষায় দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সরকারকেই: জয়শঙ্কর
- ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়ার
- টেস্ট র্যালঙ্কিং: শীর্ষে বুমরাহ, ২ নম্বরে যশস্বী
- চতুর্থবারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে হেমন্ত সোরেন
- ডিসেম্বর ১৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন কোন দিন জানুন?
- অ্যাডিলেডেও নেই শামি!
- আমরা হারলে তোমরা কেঁদেছো, বিদায় বার্তায় আরসিবি ভক্তদের কৃতজ্ঞতায় সিরাজ