নয়াদিল্লি,
১৭ সেপ্টেম্বর: এবার উমরের মুক্তির দাবিতে মাঠে
নামতে চলেছেন দেশের বিশিষ্ট সব মানবাধিকার কর্মীরা। দিল্লি দাঙ্গা মামলায় কথিত ‘ষড়যন্ত্রকারী’ হয়ে ২০২০ সালে গ্রেফতার হন উমর।
কার্যত বিনা বিচারে ৪ বছর ধরে ইউপিএ মামলায় জেলবন্দি তিনি। এবার কি গোটা দেশ জোট বাঁধবে
উমরের মুক্তি চেয়ে? সম্প্রতি সাংবাদিকদের মুখো্মুখি হয়ে এমনটাই প্রশ্ন তুলেছিলেন
উমরের চার বন্ধু। এই আবহে শোনা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উমর খালিদের মুক্তির
দাবিতে সরব হচ্ছেন মানবাধিকার কর্মীরা।
প্রাপ্য শুধু
সহমর্মিতা! তবে সেটাও কি পাচ্ছেন উমর?
একই মামলায়
কানহাইয়া কুমার মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন! আর উমর খালিদের ‘সময়’ কাটছে অন্ধকার কুঠুরিতে।
উল্লেখ্য, সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলন
চলাকালীন ২০২০ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পূর্ব দিল্লির দাঙ্গায় ৫৩ জন প্রাণ হারান।
অধিকাংশই ছিলেন মুসলিম। সেই ঘটনায় ‘অন্যতম মূল ষড়যন্ত্রকারী’ বলে উমরকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।
জেএনইউয়ের প্রাক্তন এই গবেষকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। সেই থেকে জেলেই রয়েছেন
উমর। সম্প্রতি তাঁকে নিয়ে ‘কয়েদি নম্বর ৬২৬৭১০’ তথ্যচিত্র মুক্তি পেয়েছে। ললিত ভাচানির
এই ছবিটি সর্বপ্রথম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সম্প্রচার করা হয়। ধীরে ধীরে ভারতের সর্বত্রে
ছড়িয়ে পড়ে । ছবির একটা পার্টে উমর’কে বলতে শোনা যাচ্ছে, আমার নাম উমর খালিদ। কিন্তু আমি
জঙ্গি নই। ঘটনাচক্রে না, স্বেচ্ছায় মুসলিম। যদিও আমার এই ধর্ম নিয়ে আমাকে আগে ফলাও করতে
ভাবতে হয়নি। তবে এখন আমার গায়ে মুসলিম পরিচয়ের এই ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। আর হ্যাঁ
জিন্না নয়, আমার নেতার নাম গান্ধি, আজাদ, আম্বেদকর। একদিকে উমর খালিদকে নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দেশের
দোর্দন্ডপ্রতাপ নেতৃত্বরা।
অন্যদিকে উমরের
জন্য ন্যায়বিচার চেয়ে সরব হচ্ছে ছোট ছোট সংগঠন ও তাঁর বন্ধুরা। এদিন উমর খালিদের ন্যায়বিচারের
দাবি, জানিয়ে সোশ্যাল সাইটে সাংবাদিক আরফা
খানম জানান, উমর আজ মুক্ত বাতাসে ঘুরতে পারত। বিনা বিচারে জেলে থাকার একটাই
কারণ হিন্দুত্ববাদীদের স্বার্থে আঘাত হেনেছে সে। দমাতে না পেরে আইনের গেরোয় তাঁকে ফাঁসাচ্ছে
বিজেপি। ওদের ‘হ্যাঁ’-কে ‘না’ বলার অপরাধে আজ বিনা বিচারে জেলের
সাজা কাটাচ্ছে তাদের বন্ধু।
উমর খালিদের
আব্বা ডাক্তার এসকিউআর ইলিয়াস এদিন বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে
স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী সরকারের সুর চড়ানোয় উমর ও তাঁর বন্ধুদের জেলবন্দির মূল কারণ।
বাকিগুলো অছিলা মাত্র। বলা বাহুল্য, এসকিউআর ইলিয়াস একজন বিশিষ্ট মুসলিম নেতা সহ অল ইন্ডিয়া মুসলিম
পার্সোনাল ল বোর্ডের (এআইএমপিএলবি) মুখপাত্র এবং ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া (ডব্লিউপিআই)
এর প্রাক্তন সভাপতি। (৩৫৫)