পুবের কলম, ওয়েবডেস্ক: লাগাতার বৃষ্টির জের। ফাটল ধরেছে ঐতিহ্যবাহী তাজমহলে। বিশ্বের সপ্তম আশ্চার্যের মধ্যে অন্যতম তাজমহল। প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ দূর-দূরান্ত থেকে এই সৌধ দেখতে ভিড় জমান। আর ইতিহাস বহনকারী এই সৌধের দেওয়াল, মেঝে, ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশে ফাটল দেখা গিয়েছে।
জানা গেছে, বিগত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে আগ্রায়। আর যার জেরেই এই ফাটল সৃষ্টি হয়েছে। পাশাপাশি তাজমহলের ফাটল গজে উঠছে ডাল-পালাও। গত সপ্তাহে জানা গিয়েছিল বৃষ্টিতে ফুটো হয়ে গেছে সৌধের মূল গম্বুজ। এরপর ফাটলের খবর প্রকাশ্যে আসে। প্রসঙ্গত, বিগত কয়েকদিনে রেকর্ড ব্রেক বৃষ্টি হয়েছে রাজধানী দিল্লি ও আগ্রাতে। বন্ধ রাখা হয়েছে বহু স্কুল।