পুবের কলম প্রতিবেদকঃ আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায়
তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল কলকাতা সহ গোটা রাজ্য। নির্যাতিতার ইনসাফ চেয়ে পথে নেমেছেন হাজার-হাজার মানুষ। ‘উই ওয়ান্ট জাস্টিস’
কিংবা ‘জাস্টিস ফর আর জি কর’ স্লোগানকে সামনে রেখে লাগাতার পথে নেমে মিছিলে সামিল হচ্ছেন
প্রতিবাদী জনতা সহ বিভিন্ন পেশা, সংগঠন এবং রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা।
বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করার পর রাস্তায় নেমে
প্রতিবাদ কর্মসূচিতে সামিল হচ্ছেন সহরের বাসিন্দারা। গত এক মাসেরও বেশি সময় ধরে চলা বিভিন্ন প্রতিবাদ মিছিল-জমায়েতের নামে দীর্ঘক্ষণ
রাস্তা দখল করে রাখা হচ্ছে বলে জানাচ্ছে লালবাজার।
নির্যাতিতার বিচার চেয়ে জমায়েত কিংবা মিছিল চলছে গভীর রাত পর্যন্ত। পুলিশের কাছ থেকে আগাম অনুমতি না নিয়েই রাস্তা দখল করে এই ধরনের কোনও মিছিল-জমায়েত
হচ্ছে বলে দাবি লালবাজারের।