পুবের কলম,ওয়েবডেস্ক: সামনেই দুর্গাপুজো। উৎসবের আমেজ সর্বত্রে। কমবেশি কেনাকাটি সকলেই করবে। কেনাকাটি মানে টাকা। আর টাকা বলতেই উঠে আসে ব্যাঙ্কের নাম। তবে প্রতিবছরই মতো এবারেও টানা ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই যদি ব্যাঙ্কের কোনও দরকারি কাজ থাকে তাহলে আগে ভাগেই সমস্ত কাজ সেরে নিন। অক্টোবর মাসে ৩১ দিনের মধ্যে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। শনিবার ও রবিবার বাদ দিয়ে এই ছুটির তালিকায় রয়েছে নানা উৎসব। একনজরে দেখে নিন কোন দিনগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
*(১ অক্টোবর) বিধানসভা নির্বাচনের জন্য জম্মুতে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
*(২ অক্টোবর) গান্ধি জয়ন্তী উপলক্ষ্যে সেদিন পুরো দেশেই বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা।
*(৩ অক্টোবর) নবরাত্রির জন্য জয়পুরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
*(৬ অক্টোবর) রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক।
*(১০ অক্টোবর) উল্লেখিত দিনে আগরতলা, গুয়াহাটি, কোহিমা এবং কলকাতায় দুর্গাপুজোর জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক।
*(১১ অক্টোবর) মহাষ্টমী-মহানবমীর কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
*(১২ অক্টোবর) সারা দেশে বিজয়া দশমী থাকায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।
*(১৩ অক্টোবর) রবিবার থাকায় ব্যাঙ্ক এমনিতেই বন্ধ থাকবে।
*(১৪ অক্টোবর) গ্যাংটকে দাসেন উৎসব বা দুর্গাপুজোর কারণে ছুটি।
*(১৬ অক্টোবর) আগরতলা ও কলকাতায় লক্ষ্মীপূজার কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
*(১৭ অক্টোবর) বেঙ্গালুরু ও গুয়াহাটিতে মহর্ষি বাল্মীকী ও কাটি বিহুর কারণে ব্যাঙ্কে ছুটি।
*(২০ অক্টোবর) রবিবার, তাই সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ।
*(২৬ অক্টোবর) চতুর্থ শনিবার হিসেবে এদিন দেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
*(২৭ অক্টোবর) রবিবার থাকায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।
*(৩১ অক্টোবর) কালীপুজোর তাই বন্ধ থাকবে ব্যাঙ্ক।