কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

পুজোর আগেই শুরু গঙ্গাসাগর মেলা ২০২৫ এর প্রস্তুতি বৈঠক

mtik
October 3, 2024 6:31 pm
Link Copied!

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কাকদ্বীপ: এবছর পুজোর আগেই শুরু হয়ে গেল গঙ্গাসাগর মেলা ২০২৫ এর প্রস্তুতি। এবছর মেলার আগে ও পরে ড্রেজিং এবং প্রযুক্তির ব্যবহারে জোর দেওয়া হবে লক্ষ্য নিয়েছে দ: ২৪ পরগনা জেলা প্রশাসন। গতবারে যে সমস্ত ছোটখাট ভুলত্রুটি ছিল সেগুলি ঠিক করে গঙ্গাসাগর মেলাকে এ বার নতুনরূপে সকলের কাছে তুলে ধরতে চাইছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার কাকদ্বীপ মহকুমা শাসকের দফতরে এ নিয়ে বৈঠক হয়ে গেল।গতবার বিভিন্ন জেটিঘাটে সমস্যা ছিল, বার্জেরও সমস্যা ছিল।এছাড়া,মেলা প্রাঙ্গণে ব্যারিকেডের কিছু সমস্যা ও ছিল। ঘন কুয়াশা থাকায় ভেসেল পরিষেবা ব্যাহত হয়।

যার ফলে মাঝ নদীতে দীর্ঘক্ষণ আটকে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছিল। টেলি যোগাযোগ ব্যবস্থারও সমস্যা ছিল। সব দফতরের মধ্যে সমন্বয়সাধনের জন্য ম্যানপ্যাকের সমস্যাতেও ভুগতে হয়েছিল গতবার। এবার সেগুলি শুধরে নিয়ে সামনে এগোতে চায় প্রশাসন।

এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুড়িগঙ্গা নদীতে ড্রেজ়িংয়ে জোর দেওয়া হবে। পাশাপাশি, এ বার আরও বাড়ানো হবে প্রযুক্তির ব্যবহার। মোবাইল, ইন্টারনেট পরিষেবার উন্নতির উপরে জোর দেওয়া হচ্ছে।এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দ:২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা, সাগরের বিধায়ক তথা রাজ্যের  সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল, মথুরাপুরের সাংসদ বাপী হালদার,কাকদ্বীপের মহকুমাশাসক,সুন্দরবন পুলিশ জেলার সুপার সহ একাধিক  প্রশাসনিক আধিকারিকরা।