কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র কারবালায় আরবাইন পালন ২ কোটি মুসলিমের

mtik
October 3, 2024 6:31 pm
Link Copied!

কারবালা, ২৬ আগস্ট: নবী হযরত মুহাম্মদ সা. প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইনের (রা.) শাহাদাত বার্ষিকীর  ৪০তম দিনকে আরবিতে বলা হয় আরবাইন সমাবেশ বিশ্বের অন্যতম বড় ধর্মীয় সমাবেশ বৃহত্তম পদযাত্রা  বছর আরবাইনের শোকমিছিলে অংশ নেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা কোটি ১০ লক্ষেরও বেশি মুসলিম আরবাইন উপলক্ষে লক্ষ লক্ষ শিয়া মুসলিম ইরাকের কারবালায় ইমাম হোসাইনের (রা.) মাজার জিয়ারত করেছেন ইমাম হোসেন রা. প্রতি ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আরবাইন বা চেহলাম অনুষ্ঠানের শেষ পর্ব তথা জিয়ারতে আরবাইন পাঠের সমাবেশে যোগদান করেন তাঁরা তাঁদের অনেকেই ইরাকের পবিত্র শহর নাজাফ থেকে ৮০ কিলোমিটার পথ পায়ে হেঁটে কারবালা নগরীতে যান নাজাফে রয়েছে হযরত আলী . পবিত্র মাজার প্রসঙ্গত, ৬১ হিজরির ১০ই মুহাররম কারবালার যুদ্ধে ইমাম হোসাইনের শাহাদাতের স্মরণে আশুরার ৪০ দিন পর আরবাইন পালন করা হয় ইমাম হোসাইন রা. শাহাদাতের এই দিনটি শিয়া মুসলিমদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবছর আরবাইনে যোগ দেওয়া মানুষদের জন্য স্থানীয় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বহু বিদেশিও খাবার, পানি বিছানার মতো প্রয়োজনীয় জিনিস সরবরাহ করেছেন কারবালার রাস্তার পাশে বিশ্রামের স্থান, অস্থায়ী স্টল ক্লিনিক স্থাপন করেন অনেক স্বেচ্ছাসেবী আরবাইনের সমাবেশে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা গিয়েছে বহু মানুষকে