রহমতুল্লাহ, মুর্শিদাবাদ: লালগোলার তারানগরের পদ্মা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এলেন জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান ও লালগোলা বিধানসভার তৃণমূল বিধায়ক মহম্মদ আলি। এদিন খলিলুর রহমান পায়ে হেঁটে ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখেন।
এদিন ভাঙন কবলিত এলাকার ৫০ এর অধীক পরিবারকে কিছু খাদ্য সামগ্রী দেওয়া হয়।
খলিলুর রহমান সাংবাদিকদের সামনে অভিযোগ করেন,কেন্দ্র সরকারকে ভাঙন প্রতিরোধের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য বারবার আবেদন জানানো হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেন নি। বন্যা ও ভাঙন প্রতিরোধের জন্য বিহারকে টাকা দেওয়া হলেও বাংলাকে বঞ্চনা করা হচ্ছে।অথচ বাংলার বিজেপি সাংসদ, বিধায়করা কেউ কিছু বলছে না।যা কিছু বলার তৃণমূলের সর্বস্তরের জনপ্রতিনিধিরাই বলছে।যে টুকু ভাঙন প্রতিরোধের জন্য কাজ হচ্ছে তা এই রাজ্য সরকারই করছে।
অন্যদিকে লালগোলার তৃণমূল বিধায়ক জানান,আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে সাধারণ মানুষের পাশে থাকছি।