পুবের কলম ওয়েবডেস্ক: নাজিয়া এলাহি খান মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করলেও নবী সা. এর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করতে দ্বিধা বোধ করেন না। এমনকি যাদের মাঝে তিনি জন্মে বড় হয়েছেন সেই মুসলিমদের বিরুদ্ধে বিষ উগরাতে গিয়েও দু’বার ভাবেন না নাজিয়া। আসলে বিজেপির আর দশজন কুচো–বোয়াল নেতাদের মত করে নাজিয়া এলাহি খানও বিশ্বাস করেন, মুসলিমদের বিরুদ্ধে কুমন্তব্য করলে বিজেপির দফতরে সোনায় মোড়ানো আসনে বসার সুযোগ পাওয়া যায়। মুসলিম বিদ্বেষে কুখ্যাত হতে পারলে বিজেপির পক্ষ থেকে মেলে পুরস্কার। সেই রকম ভাবনা মনে গেঁথেই একটি সাক্ষাতকারে নাজিয়া নবী সা. ও মুসলিমদের সম্পর্কে কুমন্তব্য করেন। চারদিক থেকে ছিঃ ছিঃ হলেও আইনগত ব্যবস্থা নেয়নি কেউই। এবার অভিযুক্ত নাজিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন মুসলিম মহিলা আইনজীবী নুর মাহবিশ। নুর মাহবিশ দীর্ঘদিন ধরেই মুসলিমদের অধিকার ও ইসলামোফোবিয়ার বিরুদ্ধে কাজ করছেন। আইনজীবী নুর অভিযোগ করেন, নাজিয়া যা বলেছেন, তাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। সাম্প্রদায়িক হিংসাও ছড়াতে পারে তার মন্তব্যে। তার অভিযোগ, নাজিয়া যা কিছু বলেছেন তা অপমানজনক এবং অসত্য। তার মন্তব্যের কারণে দেশের মুসলিমদের ভাবমূর্তি নষ্ট হবে। নাজিয়ার বিরুদ্ধে যাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয় তার জন্যে আবেদন জানিয়েছেন এই আইনজীবী।
গত মাসে একটি সাক্ষাতকারে ক্যামেরার সামনে নাজিয়া নবী সা. সম্পর্কে একাধিক কুরুচিকর মন্তব্য করেন। এমনকি মদিনার মত পবিত্র শহর সম্পর্কেও কুকথা বলেন এই বিজেপি নেত্রী। নবী সা. সম্পর্কে উচ্চারণ করা যায় না এমন ধরনের মন্তব্য করার পর নিজেই আবার সেই সাক্ষাতকারের একটি অংশ নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করেন বিজেপি নেত্রী।
এফআইআর এ লেখা হয়েছে, নাজিয়া এধরণের মন্তব্য করেছেন বিভিন্ন ধর্মের মানুষদের মধ্যে অশান্তি ছড়িয়ে দেওয়ার জন্য ও মুসলিমদের টার্গেট করার জন্য। নাজিয়ার পুরোনো সোশ্যাল মিডিয়া পোস্টের উল্লেখ করে অভিযোগ করা হয়, এই প্রথম নয়, অতীতেও সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালিয়েছেন নাজিয়া।
গত ৩ আগস্ট এক্স এ একটি পোস্ট করেন নাজিয়া। সেখানে লেখা হয়, মুসলিম মহিলাদের পণ্য হিসেবে ব্যবহার করে মুসলিম পুরুষরা। মুসলিম পুরুষদের লক্ষ্য একাধিক সন্তানের জন্ম দেওয়া। ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯, ৩৬২ ও ৩৫৩ ধারায় মামলা দায়ের হয়েছে নাজিয়া খানের বিরুদ্ধে।