কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

নবী দিবসে শুভেচ্ছা মোদি- মূর্মু-মমতার

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্ক:  ঈদে মিলাদ-উন-নবী বা নবী দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। তিনি শুভেচ্ছাবার্তায় লিখেছেন, পয়গম্বর মুহাম্মদ-এর শুভ জন্মদিন ঈদে মিলাদ-উন-নবীতে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দেশবাসীকে। বিশেষ করে আমার মুসলিম ভাই ও বোনেদের মোবারকবাদ। পয়গম্বর মুহাম্মদ আমাদের উদ্বুদ্ধ করেছেন মিত্রতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও মজবুত করতে। সমতা ও সম্প্রীতির মহত্ব অনুধাবনে শক্তি জোগায় তাঁর বাণী, সেই সঙ্গে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়ার ও মানবতার সেবায় উৎসাহ দিয়েছেন।


এরপর রাষ্ট্রপতি মুর্মু লিখেছেন, আসুন আমরা পবিত্র কুরআনের মূল্যবান শিক্ষা নিজেদের জীবনে গ্রহণ করি এবং শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে ব্রতী হই। 


শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভাপতি মল্লিকাজ্জুন খাড়গে, কংগ্রেস দলের শরদচন্দ্র পাওয়ার, এসপি সাংসদ সুপ্রিয়া সুলে, প্রফুল্ল প্যাটেল সহ বহু রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা। 


উল্লেখ্য, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নবী দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, ঈদে-মিলাদ-উন-নবী উপলক্ষ্যে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। তিনি বলেন, বিশ্ব শান্তি, ন্যায় ও মানব কল্যাণের পথপ্রদর্শক ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সা.।