কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

নতুন বছরের গোড়াতেই রাজ্য হতে চলেছে শিল্প সম্মেলন, নবান্নে প্রস্তুতি বৈঠক মুখ্যমন্ত্রীর

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদক:  ক্ষমতায় আসার পর থেকেই বাংলায় শিল্প তৈরির উদ্যোগ নিয়েছেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর রাজ্যে অনুষ্ঠিত হয় বিশ্ব বাণিজ্য সম্মেলন ২০২৫ এ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে।

আগামী বছরের দোরগোড়াতেই হবে মেগা সম্মেলন। ২০২৫-এর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন সফল করার জন্য বুধবার নবান্নে প্রস্তুতি-বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরে লোকসভা নির্বাচন থাকার কারণে প্রস্তুতি নেওয়া যায়নি। সেই কারণেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে আগামী বছর।

এই বৈঠকে যেমন রাজ্যের প্রথম সারির কয়েকজন শিল্পপতি, কলকাতা ও জেলার বিভিন্ন বণিকসভার প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন তেমনি রয়েছেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা, মুখ্যসচিব, শিল্পসচিব, শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান এবং এমডি-সহ পদস্থ, কর্তারা। অনেক শিল্পকর্তা উপস্থিত থাকতে পারছেন না বলে খবর। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ছাড়াও প্রস্তাবিত বেঙ্গল শপিং ফেস্টিভ্যালের পরিকল্পনাও আলোচ্য সূচিতে রয়েছে। চলতি মাসেই দুবাইয়ের ধাঁচে ওই উৎসব হওয়ার কথা বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে।

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ‘ই ডুইং বিজনেস’-এর কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য সচিবের তরফ থেকে।