শ্রীনগর, ১১
সেপ্টেম্বরঃ ভারতীয় বায়ুসেনার এক
মহিলা ফ্লাইং অফিসারকে ধর্ষণের অভিযোগ। বায়ুসেনার এক শীর্ষকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন মহিলা অফিসার। ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে জম্মু–কাশ্মীর
পুলিশ।
অভিযোগ, ২০২৩ সালের ৩১
ডিসেম্বর নিউ ইয়ার পার্টিতে যোগ দিয়েছিলেন মহিলা ফ্লাইং অফিসার।
সেখানে অভিযুক্ত বায়ুসেনার শীর্ষকর্তা ওই
মহিলাকে প্রলোভন দিয়ে রুমে নিয়ে যান। সেখানেই
তাকে যৌন হেনস্থা করা হয়। ওই মহিলা বলেন, “আমার সঙ্গে কী হল, তা বুঝতে, ধাতস্থ হতে অনেকটা সময়
লেগে যায়। আমি খুব ভয় পেয়েছিলাম। কী করব বুঝতে পারছিলাম না কারণ এর আগেও এমন ঘটনা
ঘটেছে, যখন আমায় রিপোর্ট করতে
বারণ করা হয়েছিল।” মহিলা ফ্লাইং অফিসারের দাবি, বিগত দুই বছর ধরে হেনস্থা, যৌন নিগ্রহ ও মানসিক অত্যাচারের শিকার হচ্ছেন তিনি।
এর আগে ওই বায়ুসেনা কর্তার
বিরুদ্ধে একাধিকবার অভিযোগ দায়ের করেন মহিলা। কিন্তু ভারতীয় বায়ুসেনার তরফে কোনও
পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। মহিলা জানান, তাঁর অভিযোগের পর কর্নেল র্যাঙ্কের এক কর্তা তদন্তভার পেয়েছিলেন।
অভিযুক্তকেও জানুয়ারি মাসে দুইবার জেরা করা হয়, বয়ান রেকর্ড করা হয়। কিন্তু এরপর মামলা বন্ধ করে দেওয়া হয়। যেভাবে ওই
শীর্ষকর্তাকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে, তা দুঃখজনক।
এদিকে ইন্টারন্যাল কমিটিও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে
পুলিশের দ্বারস্থ হন তিনি। জম্মু–কাশ্মীরের বাদগাম থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ভারতীয় বায়ুসেনার
তরফে জানানো হয়েছে, বিষয়টি সম্পর্কে
তারা অবগত। স্থানীয় পুলিশ স্টেশনের তরফে শ্রীনগর বায়ুসেনা ক্যাম্পে যোগাযোগ করা
হয়েছে। পুলিশকে তদন্তে সবরকমের সহযোগীতা করবে বায়ুসেনা।