কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

দুই আদিবাসী মহিলা খুনের ঘটনায় ধৃত বেড়ে ২২

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

রামপুরহাট, ১৫ সেপ্টেম্বরঃ ডাইনি সন্দেহে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুনের ঘটনায় আরও সাত জনকে গ্রেফতার করল বীরভূমের ময়ূরেশ্বর থানার পুলিশ। ধৃতদের মধ্যে পাঁচ মহিলা এবং এক নাবালিকা রয়েছে। এ নিয়ে খুনের ঘটনায় মোট ২২ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের রবিবার রামপুরহাট মহকুমা বিশেষ আদালতে তোলা হয়। নাবালিকাকে সিউড়ি জুভেনাইল আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে বীরভূমের ময়ূরেশ্বর থানার হরিসরা গ্রামে ডাইনি সন্দেহে দুই আদিবাসী মহিলাকে বাড়ি থেকে বের করে হাত বেঁধে দিয়ে পিটিয়ে খুন করা হয়। তারপর তাদের দেহ দুটিকে গ্রামের পাশে কাঁদরের জলে ফেলে দেওয়া হয়। খবর পেয়ে ময়ূরেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে। এরপরই শনিবার ১৫ জনকে গ্রেফতার করে ময়ূরেশ্বর থানার পুলিশ। আদালতের কাছে প্রার্থনা করে ধৃতদের মধ্যে চারজনকে ছ’দিনের পুলিশ হেফাজতে নেয়। তাদের জেরা করে আরো সাত জনের নাম জানতে পারে পুলিশ। সেই মতো রাতেই সেই সাত অভিযুক্তদের গ্রেফতার করে ময়ূরেশ্বর থানার পুলিশ। রবিবার ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়। বিচারক তাদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। ২৭ সেপ্টেম্বর পুনরায় তাদের আদালতে তোলা হবে।