পুবের কলম ওয়েবডেস্কঃ বড় ঘোষণা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের, এতদিন টেট উত্তীর্ণ হলে তার সার্টিফিকেটের বৈধতা থাকত সাত বছর। সেই সময়ের মধ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসা যেত। এই সাত বছরের মধ্যে চাকরি না পেলে ফের টেটে বসতে হত। এবার থেকে এই নিয়মে বদল হচ্ছে। এবার থেকে একবার টেট উত্তীর্ণ হতে পারলেই তার বৈধতা থাকবে সারাজীবন। অর্থাৎ– যতদিন চাকরির বয়স থাকবে ততদিন শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসা যাবে। বৃহস্পতিবার এই ঘোষণা করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন লক্ষ লক্ষ চাকরি প্রার্থী।
আর সাত বছর নয়– এবার থেকে সারাজীবন বৈধতা থাকবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) শংসাপত্রের। বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে একথা জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। এর বা মেয়াদ ভিত্তি ধরা হচ্ছে ২০১১ সাল থেকে। অর্থাৎ– ২০১১ সালে এবং তার পরবর্তী সময়ে যাঁরা টেট উত্তীর্ণ হয়েছেন তাঁদের সার্টিফিকেটের বৈধতা আজীবন থাকবে।
উল্লেখ্য– ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের নির্দেশিকা অনুযায়ী– শিক্ষক নিয়োগের জন্য সব রাজ্য টেট নেবে। টেট পরীক্ষায় উত্তীর্ণ হলে তার মেয়াদ থাকবে সাত বছর পর্যন্ত। সেই নিয়মে এবার বদল হল। এদিন শিক্ষা মন্ত্রক টেট শংসাপত্রের বৈধতা সাত বছর থেকে বাড়িয়ে সারাজীবন করে দিল। অর্থাৎ– একবার টেট পাস করলেই হবে। তারপর থেকে যতদিন চাকরির বয়স থাকবে ততদিন পর্যন্ত শিক্ষক নিয়োগের পরীক্ষা দেওয়া যাবে।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন– ২০১১ সালে যাঁরা টেট দিয়েছিলেন সেইসময় থেকেই এই নয়া নিয়ম চালু হচ্ছে। এমনকী যাঁদের টেট সার্টিফিকেটের মেয়াদ পেরিয়ে গিয়েছে তাঁদের নয়া সার্টিফিকেট দেওয়া হবে। এজন্য দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দেওয়া হয়েছে। এমনিতেই ২০১১– ২০১২ ও ২০১৩ সালে যাঁরা টেট পাশ করেছিলেন তাঁদের টেট সার্টিফিকেটের বৈধতা যেহেতু শেষ হয়ে গিয়েছে– তাই তাঁদেরও নতুন করে সার্টিফিকেট দেওয়া হবে। যা সারাজীবন বৈধ থাকবে। ফলে নতুনকরে আর তাঁদের টেট দিতে হবে না।