কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

টানা চতুর্থবার, বাড়ল বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

পুবের কলম,ওয়েবডেস্ক: ফের বাড়ানো হল সময়সীমা। আরও তিন মাস নিখরচায় করানো যাবে আধার
আপডেট। ঘোষণা ইউআইডিএআই। বলা বাহুল্য, প্রতি ১০ বছর অন্তর অন্তর প্রত্যেক নাগরিককে
আধার আপডেট করাতে হয়। তবে তার জন্য লাগবে টাকা। সারা জীবন বিনামূল্যে আধার আপডেট করানো
যাবে না ।  নির্ধারিত সময় পেরিয়ে গেলে ৫০
টাকা করে দিতে হবে বলে জানানো হয় এদিন। প্রাথমিকভাবে কেন্দ্রের তরফে ঘোষণা দেওয়া
হয়েছিল যে,  চলতি বছরের ১৪ মার্চ পর্যন্ত বিনামূল্যে
আধার আপডেট করানো যাবে। পরে বাড়ানো হয় সময়সীমা। সেটা ১৪ জুন পর্যন্ত করা হয়।
এর পর তা বাড়িয়ে ১৪ সেপ্টেম্বর করা হয়। শনিবার সেই সময়সীমা শেষ হয়।
কিন্তু
এদিন ইউআইডিএআই জানাল, আরও ৩ মাস অর্থাৎ ডিসেম্বর মাসের ১৪ তারিখ পর্যন্ত বিনামূল্যেই আধার
আপডেট করানো যাবে।

জেনে নিন আধার আপডেটের প্রক্রিয়া

 

১) প্রথমেই
https://myaadhaar.uidai.gov.in/ এই
লিঙ্কে ক্লিক করুন।

২) তারপর  নিজের আধার নম্বর দিন।

৩) এরপর আপনার রেজিস্টার্ড মোবাইলে ওটিপি আসবে ।

৪) এবার এবার আপনার প্রোফাইলে ঢুকে দেখে নিন ঠিকানা-সহ সমস্ত তথ্য কী
রয়েছে। তারপর যদি কোনও তথ্য আপডেট করতে চান তাহলে ড্রপ ডাউন মেনু থেকে যথাযথ
ডকুমেন্ট টাইপটি বেছে নিয়ে প্রয়োজনীয় নথি আপলোড করুন। সেটি
JPEG,
PNG অথবা PDF যে কোনও ফরম্যাটে থাকতে পারে।
তবে ফাইল সাইজ ২ এমবির বেশী হলে হবে না। এরপর আপডেট রিকোয়েস্ট জমা পড়লে একটি
এসআরএন (সার্ভিস রিকোয়েস্ট নম্বর) পাবেন। এই নম্বরটি নিজের কাছে রেখে দিন। পরবর্তীকালে
আপডেট সম্পর্কে জানতে হলে সংশ্লিষ্ট নাম্বার দিয়েই  দিয়েই ট্র্যাক করা যাবে।