পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ডের সীমান্ত ডিব্রুগড় চেকপোস্ট সিল করে দিল তৃণমূল সরকার। ফলে ঝাড়খণ্ড থেকে কোনও গাড়ি বাংলায় ঢুকতে পারছে না। সীমান্তে বড় বড় ট্রাকগুলির লম্বা লাইন পড়ে গিয়েছে। ঝাড়খণ্ড থেকে আগত ট্রাকগুলি বরাকর ব্রিজ থেকে ১৯ নম্বর জাতীয় সড়কের মাইথন পর্যন্ত লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। হরি সিং নামে এক ট্রাক চালকের কথায়, ‘আগে থেকে জানতে পারিনি সীমান্ত বন্ধ রয়েছে। এখন অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই।’ যশপাল নামে আর এক ট্রাক চালকের কথায়, ‘জানি না কেন সীমান্ত বন্ধ। আগে জানতে পারলে আসতে রাজি হতাম না।’
তথ্য অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্তঃরাজ্য সীমান্ত তিন দিনের জন্য সিল করার নির্দেশ দিয়েছিলেন বৃহস্পতিবার। পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার সময় এই নির্দেশ তিনি।
সেইমতো দু-রাজ্যের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) ঝাড়খণ্ডকে বাঁচানোর জন্য তার বাঁধ থেকে জল ছেড়ে দেওয়ায় বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। যদিও পশ্চিমবঙ্গ সরকার যে এতটা কঠিন পদক্ষেপ করবে তা বুঝে উঠতে পারেননি ঝাড়খণ্ডের প্রশাসনিক আধিকারিকরা। তাঁরা বিষয়টি নিয়ে বিস্ময়প্রকাশ করেছেন। যদিও এই নিয়ে তাঁরা মুখ খুলতে নারাজ।